আত্মসমালোচনা মহৎ গুণ
ধর্ম চিন্তা ডেস্ক, প্রতিক্ষণ ডটকম:
প্রতিটি দিনের শেষে নিজের মূল্যায়ন এবং নিজের কাজকর্মের হিসাব নেয়ার লক্ষ্যে একটু সময় দেয়া ব্যক্তি হিসেবে মানুষের জন্য প্রয়োজন। তখন তার ভেবে দেখা দরকার সারা দিনে তিনি কী করেছেন, যা করেছেন এর কারণ কী, করণীয় কোন কোন কাজ বাদ পড়েছে, আর বাদ পড়ে গেলই বা কেন।
রাতে বিছানায় গা এলিয়ে দেয়ার আগে এই আত্মসমালোচনা করা হলে তা কত চমৎকার ব্যাপারই না হবে। নিজের মূল্যায়ন ও সমালোচনার এই সময়টুকুকে আত্মোন্নতির মধ্যেই ধরতে হবে। এটা এমন একটা সময় যখন একজন মানুষ নিরপেক্ষভাবে নিজের বিচার করে।
এটা এমন এক মুহূর্ত যখন ঈমানদার ব্যক্তি (তিনি পুরুষ বা নারী যিনিই হোন না কেন) নিজের কার্যকলাপ সম্পর্কে তদন্তের জন্য বিবেকের ডাকে একজন তদন্তকারী নিয়োগ করেন।
তদুপরি নিয়োগ করেন একজন বিচারক যিনি তাকে শাস্তি দেবেন অথবা বেকসুর খালাস বলে ঘোষণা করবেন। এভাবে মানুষ আত্মার এক অবস্থা থেকে আরেক অবস্থায় উন্নীত হয়ে থাকে। প্রথম অবস্থা হলো ‘মন্দ কাজের উসকানিদাতা’। পরেরটি হচ্ছে ‘নিজেকে তিরস্কারকারী।’
যখনি মানুষ পাপে লিপ্ত হয় কিংবা বঞ্চিত প্রত্যাশা পূরণে হয় ব্যর্থ, উন্নতমানের এই আত্মা তখনি তাকে ভর্ৎসনা করে। হাদিস শরিফে আছে, যেকোনো জ্ঞানী ব্যক্তির জীবনে চার ধরনের সময় থাকা সমীচীন এবং এর একটি হলো সে সময়, যখন তিনি আত্মসমালোচনায় নিয়োজিত থাকেন।
ইসলামের দ্বিতীয় খলিফা হজরত উমর ইবনুল খাত্তাব রা: বলেছেন, ‘শেষ বিচারের দিনে সমালোচনা ও মূল্যায়নের সম্মুখীন হওয়ার আগেই নিজের সমালোচনা ও মূল্যায়ন করো। তোমার কাজের হিসাব নেয়ার আগেই সেগুলো খতিয়ে দেখো।’ তিনি রাতের বেলায় নিজের পায়ে বেত দিয়ে আঘাত করতেন; আর নিজেকে বলতেন, ‘বলো, আজ তুমি কী করেছ?’
রাসূলুল্লাহ সা:-এর বিখ্যাত সাহাবী মাইমুন ইবনে মাহরান বলতেন, ‘একজন পরহেজগার ব্যক্তি কোনো অত্যাচারী শাসক এবং কৃপণ সঙ্গীর কাজের চেয়ে নিজের কাজকর্মের মূল্যায়ন করবেন বেশি সতর্কতার সাথে।’
আল হাসান বলেছেন, ‘একজন ঈমানদার ব্যক্তি নিজের প্রহরী হিসেবে দায়িত্ব পালন করে থাকেন। তিনি আল্লাহর স্বার্থে নিজের সমালোচনা ও মূল্যায়ন করেন। প্রকৃতপক্ষে, (শেষ বিচারের দিনে) কিছু লোকের চূড়ান্ত হিসাব দেয়ার কাজ সহজ হয়ে যেতে পারে কেবল এ কারণে যে, তারা ইহজীবনে ছিলেন নিজের হিসাব নেয়ায় অভ্যস্ত। অপর দিকে যারা এই জীবন হেলায় ফেলায় কাটিয়ে দিয়েছে, তাদের জন্য নিজের হিসাব দেয়া কষ্টকর হয়ে দাঁড়াতে পারে। এরা মনে করত, তাদের কার্যকলাপের কোনো হিসাব নেয়া হবে না।’
প্রতি বছরের শেষে একজন সাবধানী ব্যবসায়ী একটু বিরতি দেন। বিগত বছরের তৎপরতার হিসাব-নিকাশ করে নিজের সর্বশেষ আর্থিক অবস্থান নির্ণয় করাই এর উদ্দেশ্য। তিনি জানতে চান, তার লাভক্ষতি, দায় ও সম্পদের বিষয়ে। একইভাবে, ঈমানদারদের উচিত নিজ নিজ জীবনের গত এক বছরের হিসাব নেয়া। আর এ সম্পর্কে আল্লাহতায়ালা তাদের জিজ্ঞেস করবেন।
একটি বছর কম সময় নয়। বারো মাসে এক বছর। সাধারণত ত্রিশ দিনে এক মাস। প্রতিটি দিনে থাকে চব্বিশ ঘণ্টা। ষাট মিনিট নিয়ে একেকটি ঘণ্টা এবং ষাট সেকেন্ডে একেক মিনিট গঠিত হয়। আর প্রত্যেক সেকেন্ডকে গণ্য করা উচিত আল্লাহর পক্ষ থেকে আশীর্বাদ ও অনুগ্রহ হিসেবে। একেক সেকেন্ড একেকটি আমানত।
আল্লাহ হাসান আল বসরির প্রতি করুণা বর্ষণ করুন, যখন তিনি বলেন, ‘হে আদম সন্তান! তুমি হলে কিছু দিনের সমষ্টি। একেকটি দিন চলে যাওয়া মানে তোমার একেক অংশ হারিয়ে যাওয়া।’
আবু আলী আদ দাককাক এই দু’টি পঙ্ক্তি আবৃত্তি করতেন : একেক দিবস হয় বিগত; একাংশ মোর যায় নিয়ে;/উড়ে যায় সে; হৃদয় মাঝে তিক্ত বিস্বাদ যায় দিয়ে।