আত্মসর্পণ করে জামিনের আবেদন ইমরানের

প্রকাশঃ জুলাই ১৬, ২০১৭ সময়ঃ ১১:২৬ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:২৬ পূর্বাহ্ণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করে স্লোগান দেয়ার অভিযোগে দায়ের করা মামলায় গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার ও সহযোগী সনাতন উল্লাহ আদালতে আত্মসমর্পণ করেছেন।

রোববার সকালে ঢাকা মহানগর হাকিম এস এম মাসুদ জামান আদালতে তারা আত্মসমর্পণ করেন। আদালত সত্রে জানা গেছে, আজ বেলা সাড়ে ১১টায় হাকিম এস এম মাসুদ জামান আদালতে শুনানি অনুষ্ঠিত হবে।

এর আগে ৩১ মে ঢাকা মহানগর হাকিম এস এম মাসুদ জামানের আদালতে মামলাটি করেন ছাত্রলীগের কেন্দ্রীয় শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক গোলাম রব্বানী। আদালত মামলাটি আমলে নিয়ে ১৬ জুলাইয়ের মধ্যে তাকে আদালতে হাজির হওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। মামলায় সনাতন উল্লাহ নামে আরেকজনকে আসামি করা হয়েছে।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২৮ মে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে থেকে রাজু ভাস্কর্য পর্যন্ত মিছিল নিয়ে যায় গণজাগরণ মঞ্চের কর্মীরা। ভাস্কর্য নিয়ে অপরাজনীতির প্রতিবাদে করা মশাল মিছিলে নেতৃত্ব দেন ইমরান এইচ সরকার। এ ছাড়া সনাতন উল্লাহ মিছিলে স্লোগান দেন। মিছিলে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি স্লোগান দেন আসামিরা। এ ধরণের স্লোগান দেয়ায় মানহানি হয়েছে বলে বাদী মামলাটি করেন।

প্রতিক্ষণ/এডি/রন

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G