আত্মহত্যায় বাংলাদেশ শীর্ষ দশে

প্রকাশঃ সেপ্টেম্বর ১০, ২০১৫ সময়ঃ ১০:৫৭ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:২৫ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক

healthআত্মহত্যাপ্রবণ শীর্ষ ১০টি দেশের মধ্যে বাংলাদেশের নামও রয়েছে। যেখানে বাংলাদেশের অবস্থান দশম। এক লাখ মানুষের মধ্যে আটজন এখানে আত্মহত্যা করেন। গত সোমবার যুক্তরাষ্ট্রের সিয়াটলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আত্মহত্যা প্রতিরোধ দিবস উপলক্ষে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।

বাংলাদেশের মতো যেসব দেশে আত্মহত্যার প্রবণতা দিন দিন বাড়ছে তাদের উচিত আত্মহত্যাবিরোধী প্রচার চালানো। এতে এই মারাত্মক প্রবণতা কমবে বলে মনে করেন বিশেষজ্ঞরা।

বাংলাদেশে আত্মহত্যাবিরোধী প্রচার চালায় এমন একটি বেসরকারি সংস্থা ব্রাইটার বাংলাদেশের আহবায়ক জয়শ্রী জামান জানান, বাংলাদেশে আত্মহত্যা করা মানুষদের বয়স ২১ থেকে ৩০-এর মধ্যে। যারা পারিবারিক ও সামাজিক বিভিন্ন কারণে আবেগের বশবর্তী হয়ে চূড়ান্ত এই সিদ্ধান্ত নেয়।

জয়শ্রী আরও বলেন, ‘অনেক মানুষের কাছে তাদের সাময়িক সমস্যার স্থায়ী সমাধান মনে হয় আত্মহত্যাকে। তবে গবেষণায় দেখা গেছে, আত্মহত্যা করতে ব্যর্থ হয়ে যারা মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে তারা স্বাভাবিকভাবেই পরবর্তী সময়ে হাসিখুশিভাবে জীবন যাপন করেছে।’

প্রতিক্ষণ/এডি/ডিএইচ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G