আদভানি-যোশি-উমার বিরুদ্ধে অভিযোগ গঠন

প্রকাশঃ মে ৩১, ২০১৭ সময়ঃ ১০:০০ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:২০ অপরাহ্ণ

বাবরি মসজিদ ধ্বংসের মামলায় ভারতের ক্ষমতাসীন দল বিজেপির জ্যেষ্ঠ নেতা এল কে আদভানি, কেন্দ্রীয় মন্ত্রী উমা ভারতী ও মরুলি মনোহর যোশির বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১২০ ধারায় অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ গঠন করেছে ভারতের একটি আদালত।

উত্তর প্রদেশ রাজ্যের লখনৌর বিশেষ সিবিআই আদালত মঙ্গলবার এই অভিযোগ গঠন করে বলে এনডিটিভি জানিয়েছে।

এনডিটিভি জানিয়েছে, এই অভিযোগ গঠনের বিরোধীতা করে আদভানিরা দাবি করেন, বাবরি মসজিদ ধ্বংসে তাদের কোনো ভূমিকা ছিল না বরং তারা এতে বাধা দিয়েছিলেন, কিন্তু আদালত তাদের আর্জি খারিজ করে দেয়।

এই আদালতে শিগগিরই আদভানিদের বিরুদ্ধে বিচার শুরু হবে। সিবিআই আদালতকে দুই বছরের মধ্যে এই মামলা শেষ করার নির্দেশ দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট। তবে আদালতের দৈনিক শুনানিতে তাদের হাজির থাকতে হবে না।

গণমাধ্যমের সামনে জানানো এক প্রতিক্রিয়ায় ভারতের কেন্দ্রীয় পানিসম্পদ মন্ত্রী উমা ভারতী জানিয়েছেন, তিনি নিজেকে অভিযুক্ত বলে মনে করেন না।

তিনি বলেন, ‘কোনো ষড়যন্ত্র হয়নি। এটি একটি উন্মুক্ত আন্দোলন ছিল, জরুরি অবস্থার বিরুদ্ধে যেমন হয়েছিল।’

উল্লেখ্য, ১৯৯২ সালের ৬ ডিসেম্বর ভারতের উগ্র ডানপন্থি করসেবকরা বাবরি মসজিদ গুঁড়িয়ে দেয়। ঐ দিন হিন্দু-মুসলিম দাঙ্গায় দুই হাজার মানুষ মারা যায়।

প্রতিক্ষণ/এডি/সাই

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G