আদর্শ ঢাকা গড়তে তাবিথের ১২ দফা
নিজস্ব প্রতিবেদক
ঢাকা উত্তরের বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী তাবিথ আউয়াল সিটি গড়তে তার ১২ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।
বৃহস্পতিবার বেলা ১২টার দিকে রাজধানীতে নিজের নির্বাচনী কার্যালয়ে আদর্শ ঢাকা আন্দোলনের নেতৃবৃন্দের উপস্থিতিতে তিনি এ ইশতেহার ঘোষণা করেন।
ইশতেহারে তিনি আগামী দিনের স্বপ্নের ঢাকা গড়ে তুলতে ১২ টি বিষয়কে গুরুত্ব দিয়েছেন। এগুলো হলো- খাদ্য, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, যানজট নিরসন, নগর পরিবেশ ব্যবস্থাপনা, টেকসই উন্নয়ন, সামাজিক উন্নয়ন ও ব্যবস্থাপনা, চিত্তবিনোদন ও জনস্বাস্থ্য, ডিজিটাল সেবা, জননিরাপত্তা, প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলা ও নগর প্রশাসন।
ইশতেহার ঘোষণার সময় উপস্থিত ছিলেন তার প্রধান নির্বাচন সমন্বয়কারী ব্যারিষ্টার মওদূদ আহমেদ, অধ্যাপক এমাজউদ্দিন আহমদ, শওকত মাহমুদ, সেলিমা রহমান, আলতাফ হোসেন চৌধুরী, প্রবীণ শিক্ষাবিদ অধ্যাপক মাহবুবুল্লাহ, সাংবাদিক মাহফুজুল্লাহ, আবদুল হাই সিকদার, সাবেক ফুটবলার আমিনুল ইসলাম প্রমুখ।
পরিবারের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন তাবিথ আউয়ালের মা শিল্পোদ্যোক্তা নাসরিন আউয়াল, শ্বশুর ব্যবসায়ী ইস্কান্দার আলী, ছোট ভাই তাফসির আউয়াল প্রমুখ।
প্রতিক্ষণ/এডি/নুর