আদালতে জাফরউল্লাহ চৌধুরী
নিজস্ব প্রতিবেদক:
আদালত অবমাননার দায়ে জরিমানার অর্থ না দেওয়ায় গ্রেফতারি পরোয়ানা জারির পর ট্রাইব্যুনাল-২ এ হাজির হয়েছেন ডা. জাফরউল্লাহ চৌধুরী।
এর আগে জরিমানার উপর ৫ জুলাই পর্যন্ত আপিল বিভাগের দেয়া স্থগিতাদেশের বিষয়টি ট্রাইব্যুনালের রেজিস্ট্রারকে জানিয়েছেন তিনি।
নির্ধারিত তারিখে জরিমানা না দেওয়ায় এবং এ বিষয়ে ট্রাইব্যুনাল আনুষ্ঠানিকভাবে কিছু না জানায় বৃহস্পতিবার তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়।
জাফরউল্লাহ’র আইনজীবী জানিয়েছিলেন, ট্রাইব্যুনাল যে ৫ হাজার টাকা অর্থদণ্ড করেছিলেন তা জমা দেওয়ার শেষ তারিখ ছিলো ১৬ জুন। কিন্ত ১৬ জুন তারা আপিল বিভাগের চেম্বার জজের কাছে স্থগিতাদেশের আবেদন করেন। আদালত তা গ্রহণ করে ৫ জুলাই পর্যন্ত জরিমানা স্থগিত রেখেছেন। সেজন্য ওই পরোয়ানা জারি হতে পারে না।
গত ১০ জুন ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যানের সাজা নিয়ে বিবৃতি দেয়া গণস্বাস্থ্য কেন্দ্রের প্রধান ডা. জাফরউল্লাহ চৌধুরীকে আদালত অবমাননার দায়ে তাকে ১ ঘণ্টা দাঁড়িয়ে থাকাসহ পাঁচ হাজার টাকা জরিমানা দিতে আদেশ দিয়েছিলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।