আদিবাসী ‘চুগান উৎসব’ উপলক্ষে বণার্ঢ্য র্যালি
ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহে প্রথমবারের মতো ক্ষুদ্র নৃ-গোষ্ঠির শীতকালীন সামাজিক অনুষ্ঠান ঐতিহ্যবাহী ‘চুগান উৎসব’ পালিত হয়েছে।
শুক্রবার সকালে স্থানীয় টাউন প্রাঙ্গনে ময়মনসিংহ জেলা শিল্পকলা একাডেমি ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠি সেলের উদ্যোগে জেলা প্রশাসক মুস্তাকীম বিল্লাহ ফারুকী বণার্ঢ্য র্যালির উদ্বোধন করেন।
এ সময় শিল্পকলা একাডেমির ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সেলের আহবায়ক অরণ্য ই-চিরান ও জেলা কালচারাল অফিসার আরজু পারভেজ উপস্থিত ছিলেন।
র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে গিয়ে শেষ হয়। আদিবাসী বাঙ্গালি সাংস্কৃতিক সাজে র্যালিতে আদিবাসীরা অংশগ্রহণ করেন। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রতিক্ষণ/এডি/এফটি