আনসারুল্লাহ’র নেতা সেলিমকে ধরতে পুরস্কার ঘোষণা
প্রতিক্ষণ ডেস্কঃ
‘আনসারুল্লাহ বাংলা টিমের শীর্ষ নেতা’ সেলিমকে ধরিয়ে দিতে পাঁচ লাখ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে। আজ বুধবার এই পুরস্কার ঘোষণা করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
ডিএমপির ভাষ্যমতে, এই ব্যক্তি বিজ্ঞানবিষয়ক লেখক ড. অভিজিৎ রায় হত্যার অন্যতম পরিকল্পনাকারী, প্রকাশক দীপন, ব্লগার নিলাদ্রী নীলয়, ওয়াশিকুর রহমান বাবু, নাজিম উদ্দিন সামাদ, ইউএস এইড কর্মকর্তা জুলহাজ মান্নান এবং নাট্যকর্মী তনয় হত্যাকাণ্ডের সার্বিক নেতৃত্ব দিয়েছেন।
সেলিম আসল নাম নাও হতে পারে বলে জানিয়েছে পুলিশ। ইকবাল, মামুন বা হাদী-২ এসব নামেও তিনি পরিচিত হতে পারেন।
আজ বুধবার দুপুরে ডিএমপির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই ব্যক্তি সম্পর্কে তথ্য দিলে বা তাকে ধরিয়ে দিতে সহযোগিতা করলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে পাঁচ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে।
এজন্য ডিএমপির ফেসবুক পেজে facebook.com/ dmpdhaka এবং হ্যালো সিটি অ্যাপসের মাধ্যমে পুলিশকে তথ্য জানানো যাবে। এ ছাড়া ০১৭১৩৩৭৩১৯৪, ০১৭১৩৩৭৩১৯৮, ০১৭১৩৩৭৩২০৬ নম্বরগুলোতে যোগাযোগ করেও তথ্য জানানো যাবে।
প্রতিক্ষণ/এডি/এসটি