আনিস হত্যা মামলায় দুজনের ফাঁসি
রাজধানীর পল্লবীতে আনিস হত্যার অভিযোগে শমসের ও মো. লালু নামে দুজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। ঢাকার ৪ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক আবদুর রহমান সরদার এ রায় দেন।
মৃত্যুদণ্ডাদেশ ছাড়াও আসামিদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করেছেন আদালত। আসামিদের মধ্যে লালু পলাতক থাকলেও কারাগারে আটক আছেন শমসের।
মামলার নথি থেকে জানা যায়, মোবাইল ফোন নিয়ে দ্বন্দ্বের জেরে ২০১৩ সালের ৭ ফেব্রুয়ারি সন্ধ্যা পৌনে ৬টার দিকে আনিসকে জরুরি কথা আছে বলে ডেকে নিয়ে যান লালু ও শমসের। এরপর ওয়াপদা বিল্ডিংয়ে মিল্ক ভিটা মাঠের পশ্চিম পাশে খালি জায়গায় আনিসের গলাকাটা লাশ পাওয়া যায়।
এ ঘটনায় আনিসের ভাই ওমর ফারুক পল্লবী থানায় একটি মামলা দায়ের করেন।
পল্লবী থানার দুই উপপরিদর্শক শেখ মতিয়ার রহমান ও ইয়াসীন গাজী মামলাটি তদন্ত করে ২০১৪ সালের ৭ ফেব্রুয়ারি ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলায় বিচারক নয়জনের সাক্ষ্য গ্রহণ করেছেন। শুনানি শেষে আজ দুজনের মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হলো।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন অতিরিক্ত পিপি মাহফুজুর রহমান লিখন এবং আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট আবদুর রব।