আন্তর্জাতিক আদালতে যোগ দিলো ফিলিস্তিন
আন্তর্জাতিক ডেস্ক
ঢাকা: নেদারল্যান্ডের দ্য হেগভিত্তিক আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) সদস্য হিসেবে আজ বুধবার আনুষ্ঠানিকভাবে যোগদান করেছে ফিলিস্তিন।
আলজাজিরা অনলাইনের এক সংবাদে বলা হয়, আইসিসিতে যোগদানের ফলে ইসরায়েলের বিরুদ্ধে ‘যুদ্ধাপরাধ’-এর অভিযোগে মামলা করতে পারবে ফিলিস্তিন। এদিকে আইসিসির সদস্য হওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ইসরায়েল।
সায়েব এরাকাত নামে এক ফিলিস্তিনি সরকারি কর্মকর্তা জানান,আমরা এখন ইসরায়েলের উপনিবেশ স্থাপন এর বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতের দারস্থ হতে পারবো।
আলজাজিরার হেগ প্রতিনিধি জন হুল জানান, সদস্যপদ পাওয়ার পরেও ফিলিস্তিনকে আন্তর্জাতিক অপরাধ আদালতের পক্ষ থেকে ইসরায়েলের যুদ্ধাপরাধ তদন্তের ব্যাপারে আরও অপেক্ষা করতে হবে।
উল্লেখ্য, জাতিসংঘের অস্থায়ী সদস্যপদ পাওয়ার পরআন্তর্জাতিকভাবে স্বীকৃত কোনো প্রতিষ্ঠানে এই প্রথম যোগ দিল দেশটি।
প্রতিক্ষণ/এডি/এআই