আন্তর্জাতিক গণমাধ্যমে মোদির সফর
আন্তর্জাতিক ডেস্ক, প্রতিক্ষণ ডটকম:
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরকে বেশ গুরুত্ব দিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম।
ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি’র এক প্রতিবেদনে বলা হয়, হাজার হাজার মানুষের সুবিধার কথা বিবেচনায় এনে ঐতিহাসিক ‘ছিটমহল বিনিময়’ চুক্তিতে স্বাক্ষর করতে যাচ্ছে ভারত-বাংলাদেশ।
ভারতীয় গণমাধ্যম ‘এনডিটিভি’ শিরোনাম করেছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশে পৌঁছেছেন; প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভ্যর্থনা।
মোদির বাংলাদেশ সফরের খবরটি গুরুত্বের সঙ্গে প্রচার করেছে কাতারভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা। গণমাধ্যমটি শিরোনাম করেছে-‘বাংলাদেশ-ভারত চূড়ান্ত করবে ছিটমহল বিনিময় চুক্তি।’ সংবাদটির ভেতরের অংশ বলা হয়েছে, মোদির দু’দিনের সফরে বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্য সংক্রান্ত বেশ কয়েকটি চুক্তি সম্পাদিত হবে।
জি নিউজের খবরে বলা হয়, দুই দিনের সফরে বিমানবন্দরে পা দিয়েই উষ্ণ অভ্যর্থনা পেলেন নরেন্দ্র মোদি।
টাইমস অব ইন্ডিয়া শিরোনাম করেছে, ঢাকায় উষ্ণ অভ্যর্থনা পেলেন প্রধানমন্ত্রী মোদি। ঢাকায় পৌঁছানোর পর নরেন্দ্র মোদি অন্যান্য যেসব কর্মসূচি পালন করেছেন, সেগুলোর প্রত্যেকটির ছবিসহ সংবাদ প্রচার করেছে টাইমস অব ইন্ডিয়া। ওইসব কর্মসূচির মধ্যে রয়েছে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন, বঙ্গবন্ধু জাদুঘরে জাতির জনকের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন।
এদিকে, কলকাতার আনন্দবাজার পত্রিকার একটি প্রতিবেদনে বলা হয়, ঢাকা সফররত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের আজ রাতে কলকাতায় ফেরার কথা থাকলেও; শেষপর্যন্ত এ সফরের সময় আরও একদিন বাড়তে পারে।
https://youtu.be/bv7HKNmBxxM
প্রতিক্ষণ/এডি/জহির