আন্দোলনে উত্তাল মালয়েশিয়া

প্রকাশঃ আগস্ট ৩০, ২০১৫ সময়ঃ ৩:২১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:০০ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক

rajআবার উত্তাল হয়ে উঠেছে মালয়েশিয়া। দুর্নীতিতে অভিযুক্ত প্রধানমন্ত্রী নাজিবের পদত্যাগের দাবিতে রবিবার আবারও অর্ধ লক্ষাধিক মানুষ বিক্ষোভে অংশ নিয়েছেন।

আর্থিক কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাকের পদত্যাগের দাবিতে দ্বিতীয় দিনের মতো রোববার বিক্ষোভ শুরু হয়েছে। এর আগে শনিবার প্রায় ৩০ হাজার বিক্ষোভকারী রাজধানী কুয়ালালামপুরে বিক্ষোভ করেছে।

বিক্ষোভ ঠেকাতে রাজধানী ও এর আশপাশের এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। রাজধানী ও এর আশেপাশে সমাবেশ ও হলুদ টি-শার্ট নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া বিক্ষোভ ঠেকাতে শনিবার আয়োজক সংগঠনের একটি ওয়েবসাইট বন্ধ করে দিয়েছে সরকার।

দেশটির প্রধানমন্ত্রী নাজিব রাজাকের বিরুদ্ধে ওয়ান মালয়েশিয়া ডেভেলপমেন্ট (ওয়ান এমডিবি) নামের একটি রাষ্ট্রীয় তহবিল থেকে ৭০কোটি মার্কিন ডলার আত্মসাৎ করার অভিযোগ উঠেছে। কিন্তু নাজিব রাজাক বরাবরাই অর্থ আত্মসাতের অভিযোগ অস্বীকার করে আসছেন।

দীর্ঘদিন ধরে দেশটিতে রাজনৈতিক অচলাবস্থা চলছে। শনিবার থেকে নাজিবের পদত্যাগের দাবিতে দুই দিনের বিক্ষোভ শুরু হয়েছে। বিক্ষোভ শেষে অনেককেই রাস্তায় রাত কাটাতে দেখা

শনিবার সন্ধ্যায় দেশটির সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ বিক্ষোভকারীদের দাবিকে সমর্থন জানিয়েছেন। তিনি বলেছেন, নাজিব রাজাকের পদত্যাগ করা উচিত।

 

 

প্রতিক্ষন/এডমি/এফজে

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G