আন্দোলন চালানোর ঘোষণা আসল ইউরোপ থেকে

প্রকাশঃ ফেব্রুয়ারি ১৭, ২০১৫ সময়ঃ ১০:৩৭ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:৪১ পূর্বাহ্ণ

ডেস্ক, প্রতিক্ষণ ডট কম

finlandসাধারণ জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত বাংলাদেশে চলমান আন্দোলন অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন ইউরোপ শাখা বিএনপির সিনিয়র নেতা মহিউদ্দিন আহমেদ জিন্টু।

তিনি বলেন, ‘গণতন্ত্রের আড়ালে বাকশালি রাষ্ট্র প্রতিষ্ঠার ষড়যন্ত্র করছে বর্তমান সরকার। তাদের চক্রান্তকে কোন ভাবেই সফল হতে দেয়া যাবে না। হরতাল ও লাগাতার অবরোধ চলবেই।’

সোমবার সন্ধ্যায় সুইডেন, অষ্ট্রিয়া, সুইজারল্যান্ড, জার্মান ও ফিনল্যান্ড শাখা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে টেলিকনফারেন্সে তিনি এসব কথা বলেন।

জিন্টু বলেন, ‘অবৈধ ভাবে ক্ষমতায় এসে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য সরকার ২০ দলের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। বিরোধী জোটের কর্মীদের হত্যা ও গুম করে দেশে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করেছে।

তথাকথিত ক্রসফায়ারের নামে সাধারণ মানুষকে হত্যা করা হচ্ছে। বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের দায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেই নিতে হবে।’

তিনি আরো বলেন, `জনগণকে ভোটের অধিকার ফিরিয়ে দেয়ার জন্যই বিএনিপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আন্দোলন করছেন। নির্দলীয় সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচনসহ অন্যান্য গণদাবি পূরণ না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ অবরোধ-হরতাল এবং গণআন্দোলন অব্যাহত থাকবে।’

বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে খাবার ও পানি সরবরাহ বন্ধ করে দিয়ে সরকার অনেক বাড়াবাড়ি করছে। এর পরিণাম ভাল হবে না বলেও হুঁশিয়ারি করেন বিএনপির প্রবাসী এই নেতা।

প্রতিক্ষণ/এডি/রানা

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G