আপন জুয়েলার্সের সাড়ে ১৩ মণ স্বর্ণ জব্দ

প্রকাশঃ জুন ৪, ২০১৭ সময়ঃ ১০:৫৬ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:২৭ পূর্বাহ্ণ

ছবি: সংগৃহীত

আপন জুয়েলার্সের ৫টি শোরুম থেকে সাময়িক জব্দকৃত সাড়ে ১৩ মণ সোনা বাংলাদেশ ব্যাংকে স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে শুল্ক গোয়েন্দা।

জুয়েলার্স কর্তৃপক্ষ সোনার কোনো বৈধ কাগজ দেখাতে না পারার এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

আজ রোববার সকালে সকলের উপস্থিতিতে এই সোনা আনুষ্ঠানিকভাবে জব্দ করে বাংলাদেশ ব্যাংকে জমা দেয়ার কথা রয়েছে।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মইনুল খান গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন।

মইনুল খান বলেন, ‘জব্দ করা সাড়ে ১৩ মণ স্বর্ণালংকারের সবই অবৈধ। আপন জুয়েলার্সের পক্ষ থেকে গত ২০ দিনেও এই স্বর্ণের বিষয়ে কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। তাই আনুষ্ঠানিকভাবে স্বর্ণালংকারগুলো বাংলাদেশ ব্যাংকে হস্তান্তর করা হবে।’ এরপর শুল্ক ও গোয়েন্দা আইনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

গত ১৪ ও ১৫ মে শুল্ক গোয়েন্দা আপন জুয়েলার্সের গুলশান ডিসিসি মার্কেট, গুলশান এভিনিউ, উত্তরা, সীমান্ত স্কয়ার ও মৌচাকের পাঁচটি শোরুমে অভিযান চালিয়ে প্রায় ১৩.৫ মণ স্বর্ণ ও ৪২৭ গ্রাম ডায়মন্ড ব্যাখ্যাহীনভাবে জব্দ করে। পরে আইনি প্রক্রিয়ায় সেগুলো প্রতিষ্ঠানের জিম্মায় দেওয়া হয়।

আত্মপক্ষ সমর্থনে আপন জুয়েলার্স কর্তৃপক্ষকে তিনবার শুনানির সুযোগ দিলেও তারা কোনো বৈধ কাগজ দেখাতে পারেনি।

তবে আপন জুয়েলার্সের মালিকপক্ষের দেওয়া ১৮২ জনের তালিকার মধ্যে ৮৫ জন প্রকৃত গ্রাহককে মেরামতের জন্য জমা রাখা প্রায় ২.৩ কেজি স্বর্ণালংকার অক্ষত অবস্থায় ফেরত দেওয়া হয়েছে।

প্রতিক্ষণ/এডি/সাই

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G