আপিলের রায়ে খালাস পাবেন সাকা
ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম:
মানবতাবিরোধী অপরাধে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে করা আপিলের রায় হবে ২৯ জুলাই। আর রায় ঘোষণার আগেই সাকার আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেছেন, আপিলের চূড়ান্ত রায়ে সালাউদ্দিন কাদের চৌধুরী খালাস পাবেন।
মঙ্গলবার দুপুরে আপিল বিভাগ থেকে বেরিয়ে খন্দকার মাহবুব হোসেন সাংবাদিকদের কাছে এ কথা বলেন।
তিনি বলেন, ‘সালাউদ্দিন কাদের চৌধুরী ১৯৭১ সালের ২৯ মার্চ থেকে ৭৪ সাল পর্যন্ত দেশের বাইরে ছিলেন। ওই সময় তিনি পাঞ্জাব ইউনিভার্সিটিতে লেখাপড়া করতেন। এ মামলায় তার বিরুদ্ধে যে সকল অভিযোগ আনা হয়েছে তা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।’ খন্দকার মাহবুব বলেন, একাত্তরে সালে যে সকল ঘটনার সঙ্গে সালাউদ্দিন কাদের চৌধুরীর সম্পৃক্ততার কথা বলা হয়েছে তিনি সে সকল অভিযোগের সঙ্গে জড়িত ছিলেন না। রাজনৈতিক উদ্দেশ্যে তার বিরুদ্ধে এ মিথ্যা মামলা দেয়া হয়েছে।
তিনি আরো বলেন, সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে যে সকল সাক্ষি আদালতে সাক্ষ্য দিয়েছেন তারা কেউই প্রত্যক্ষদর্শী নয়। তাই এ মামলায় সালাউদ্দিন কাদের চৌধুরী খালাস পাবেন বলে আশা প্রকাশ করেন খন্দকার মাহবুব। তবে এ বিষয়ে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের বলেছেন, ‘সালাউদ্দিন কাদের চৌধুরী একাত্তরে দেশের বাইরে ছিলেন এটা মিথ্যা কথা।
প্রতিক্ষণ/এডি/জহির