আপিল বিভাগে নতুন ১১ পদ সৃষ্টির প্রস্তাব
আদালত প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম
সুপ্রিম কোর্টের প্রশাসনিক কাজে গতিশীলতা আনতে আপিল বিভাগে একজন রেজিস্ট্রারসহ ১১ টি নতুন পদ সৃষ্টির জন্য আইন মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে।
প্রধান বিচারপতি এসকে সিনহা স্বাক্ষরিত এ সংক্রান্ত দুটি প্রস্তাব সম্প্রতি আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়।
প্রস্তাবিত পদগুলো হল- একজন রেজিস্ট্রার জেনারেল, আপিল বিভাগের একজন রেজিস্ট্রার, রেজিস্ট্রার জেনারেলের একান্ত সচিব, রেজিস্ট্রার জেনারেল ও আপিল বিভাগের রেজিস্ট্রারের ব্যক্তিগত কর্মকর্তা, দুই জন চালক ও চার জন কর্মচারী।
প্রস্তাবনায় বলা হয়েছে, সর্বোচ্চ আদালতের প্রশাসনিক কাজ সুষ্ঠুভাবে করার জন্য নতুন এই পদগুলো দরকার। একইসঙ্গে আদালতের কাজের গতি বাড়ানো ও বিচারপ্রার্থীদের সুবিধার্থে পদগুলো সৃষ্টির জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে অনুরোধ করা হচ্ছে।
সুপ্রিম কোর্ট সূত্র জানায়, প্রস্তাব অনুসারে পদ সৃষ্টি হলে সুপ্রিম কোর্টের বর্তমান রেজিস্ট্রার হবেন রেজিস্ট্রার জেনারেল। বর্তমানে সুপ্রিম কোর্টে একজন রেজিস্ট্রার রয়েছেন। আপিল ও হাইকোর্ট বিভাগের কার্যক্রম দেখভাল করেন তিনি।
প্রতিক্ষণ /এডি/বাবর