আপিল বিভাগের বেঞ্চ পুনর্গঠন
নিজস্ব প্রতিবেদক,প্রতিক্ষণ ডটকম:
সুরেন্দ্র কুমার সিনহা (এসকে সিনহা) দেশের ২১তম প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর সুপ্রিম কোর্টের আপিল বেঞ্চ পুনর্গঠন করেছেন।
আজ বঙ্গভবনে প্রধান বিচারপতি হিসেবে শপথ নেওয়ার পর আদালতে এসে তিনি বেঞ্চ পুনর্গঠন করেন বলে জানান সুপ্রিম কোর্টের নিবন্ধক এস এম কুদ্দুস জামান।
প্রধান বিচারপতি নিজে এক বেঞ্চের নেতৃত্বে থাকছেন। অন্য বেঞ্চের নেতৃত্বে আছেন বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞা। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চের অন্য বিচারকরা হলেন-বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাছান ফয়েজ সিদ্দিকী।
অন্যদিকে, বিচারপতি আবদুল ওয়াহহাব মিঞার সঙ্গে ওই বেঞ্চের বিচারকরা হলেন-বিচারপতি মো. ঈমান আলী ও বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী। এর আগে সদ্য বিদায়ী প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে একটি এবং বিচারপতি নাজমুন আরা সুলতানার নেতৃত্বে একটি আপিল বেঞ্চ ছিল।
প্রতিক্ষণ/এডি/মুন্না