আফগানিস্তান দুর্ভিক্ষ থেকে এক ধাপ দূরত্বে
আন্তর্জাতিকে ডেস্ক
আফগানরা তাদের ক্ষুধার্ত শিশুদের ঘুৃমের ওষুধ দিচ্ছে তাদের ঘুমানোর জন্য। অন্যরা বেঁচে থাকার জন্য তাদের মেয়েদের অঙ্গ বিক্রি করেছে বলে বিবিসি নিউজ জানিয়েছে। গত শীতকালে যখন তালেবানরা ক্ষমতা দখল করে এবং বিদেশী তহবিল দেশটি থেকে বিদায় নেয়। ২০২২ সালের শেষ ভাগে লক্ষ লক্ষ মানুষ দুর্ভিক্ষ থেকে এক ধাপ দূরত্বে আছে বলেও বিবিসি জানিয়েছে।
আব্দুল ওয়াহাব বলেন, “আমাদের বাচ্চারা কাঁদছে, আর তারা ঘুমায় না। আমাদের খাবার নেই। সুতরাং আমরা ফার্মেসিতে যাই, ট্যাবলেট পাই এবং আমাদের বাচ্চাদের দিই যাতে তারা ঘুমাতে পারে।”
তিনি দেশের তৃতীয় বৃহত্তম শহর হেরাতের ঠিক বাইরে বাস করেন। হাজার হাজার ছোট মাটির ঘরের একটি বসতিতে তিনি কয়েক দশক ধরে বসবাস করছেন। যুদ্ধ এবং প্রাকৃতিক দুর্যোগে বাস্তুচ্যুত ও ক্ষতিগ্রস্ত লোকে ভরা এখানে।
আমাদের চারপাশে জড়ো হওয়া প্রায় ডজনখানেক পুরুষের একটি দলের মধ্যে আবদুলও রয়েছে।প্রশ্ন করা হয়, কতজন তাদের সন্তানদের ঘুমানোর জন্য ওষুধ দিচ্ছেন? জবাব এলো-“আমাদের অনেকেই, আমরা সবাই।”
গোলাম হযরত তার চাদরের পকেটে থেকে ট্যাবলেটের একটি পাতা বের করলেন। এগুলি ছিল আলপ্রাজোলাম- ট্রাঙ্কুলাইজার, যা সাধারণত উদ্বেগজনিত ব্যাধিগুলির চিকিত্সার জন্য নির্ধারিত হয়।
সূত্র : বিবিসি