আফগানিস্তান-তাজিকিস্তানে ভূমিকম্প, আহত ৩০

প্রকাশঃ ডিসেম্বর ২৬, ২০১৫ সময়ঃ ৯:০০ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:৩৩ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

ব্চব্আফগানিস্তান-তাজিকিস্তান সীমান্তবর্তী এলাকায় ভূমিকম্পে কমপক্ষে ৩০ জন আহত হয়েছে।এ ঘটনায় পাকিস্তান ও ভারতের কিছু কিছু এলাকা তীব্রভাবে কম্পিত হয়েছে বলে জানা যায়।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, শুক্রবার রাতে হওয়া এ ভূমিকম্পের মাত্রা ছিল ৬.২ এবং এটি আফগানিস্তানের রাজধানী কাবুলের ১৭৫ মাইল উত্তর-পূর্বাঞ্চল জুড়ে হয়েছে।

জানা যায়, ভূমিকম্পের কেন্দ্রস্থল থেকে ১২৫ মাইল গভীরে এর উৎপত্তিস্থল ছিল। এছাড়া এর স্থায়ীত্বকাল ছিল ৫৯ সেকেন্ড।

এর প্রভাবে ভারতের চণ্ডীগড়, জয়পুর, শ্রীনগর, দিল্লি এবং ন্যাশনাল ক্যাপিটাল অঞ্চলে তীব্র কম্পন হয়েছে বলে জানা গেছে।

প্রতিক্ষণ/এডি/জেডএমলি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G