আবদুল কালামের দাফনে থাকছেন না জয়ললিতা

প্রকাশঃ জুলাই ২৯, ২০১৫ সময়ঃ ৩:৪১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:১১ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক

জয়ললিতাতামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতা ভারতের সাবেক রাষ্ট্রপতি এ পি জে আবদুল কালামের দাফন অনুষ্ঠানে যোগ দিতে পারছেন না বলে জানিয়েছেন ।

বিবৃতিতে জয়ললিতা বলেন, আবদুল কালামের ওপর আমার অনেক ভালবাসা এবং শ্রদ্ধা রয়েছে। তার দাফন অনুষ্ঠানে যোগ দিয়ে আমি তাকে শেষ শ্রদ্ধা জানাতে চেয়েছিলাম। কিন্তু স্বাস্থ্যগত কারণে আমি এ অনুষ্ঠানে যোগ দিতে পারছি না।

বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ১১টায় চেন্নাই থেকে ৬শ কিলোমিটার দূরে তামিলনাড়ুর রামেশ্বর এলাকায় কিংবদন্তী এই পরমাণু বিজ্ঞানীর দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে। দাফনে তামিলনাড়ুর অর্থমন্ত্রী, বিদ্যুৎমন্ত্রী, গৃহায়ণমন্ত্রীসহ আরো বেশ কয়েকজন সরকারি উচ্চপদস্থ কর্মকর্তার অংশ নেওয়ার কথা রয়েছে।

এর আগে সোমবার ৮৪বছর বয়সী আবদুল কালাম শিলংয়ের বি-স্কুলে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট এর ছাত্রদের উদ্দেশে বক্তৃতা দেয়ার সময় হঠাৎ পড়ে যান। তাৎক্ষণিক তাকে একটি বেসরকারি হাসপাতালে নেয়া হয়। হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে নেয়ার পর রাত পৌনে ৮টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। কিংবদন্তী এই বিজ্ঞানীর মৃত্যুতে ভারতে রাষ্ট্রীয়ভাবে সাতদিনের শোক পালন করা হচ্ছে।

প্রতিক্ষণ/এডি/তাফসির

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G