আবারও মুম্বাই হামলার হুমকির
নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম:
ভারতের মুম্বাই আন্তর্জাতিক বিমানবন্দর ফের সন্ত্রাসী হামলার হুমকির মুখে পড়লো।বিমানবন্দরটিতে হামলার হুমকি দিয়েছে এবার ইসলামিক স্টেট আইএস’র জঙ্গিরা।
চলতি মাসের ২৬ তারিখে মুম্বাই বিমান্দরের টার্মিনাল এওয়ানের পুরষদের শৌচাগারের দেয়ালে আইএসের নাম উল্লেখ্য করে সেখানে হামলার এ হুমকি দেয়া হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় বিমানবন্দরের কর্মীরা প্রথম হামলার হুমকি সম্পর্কিত এ মেসেজটি দেখতে পান। হামলার বিষয়টি তদন্ত করছে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স।
গত ৭ জানুয়ারি ছত্রপতি শিবাজি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের টার্মিনাল টুয়ের দেওয়ালে একইভাবে লেখা ছিল সন্ত্রাসী হামলার আগাম খবর। তখনো আইএসের নাম দিয়েই এ হামলার হুমকি দেওয়া হয়েছিল।
দুটি ঘটনাতেই কোনো সিসিটিভি ফুটেজ না মেলায় চিহ্নিত করা যাচ্ছে না কাউকেই। শৌচাগারে পায়ের ছাপ পরীক্ষা করে দেখছে সিআইএসএফ। হামলার নির্দিষ্ট দিন উল্লেখ করা ছিল ১০ জানুয়ারি। এ ঘটনায় নিরাপত্তা বাড়ানো হয়েছে বিমানবন্দরের নিরাপত্তা।
প্রতিক্ষণ/এডি/মাসুদ