আবারও মেয়র হলো কুকুর
প্রতিক্ষণ ডেস্ক:
এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে সবচেয়ে জনপ্রিয় রাজনীতিক কে জানেন? না, বারাক ওবামা, হিলারি ক্লিনটন বা ডোনাল্ড ট্রাম্পও নন, সেটি হচ্ছে ডিউক নামের একটি কুকুর!
যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের করমোরান্ট শহরে এবারও মেয়র নির্বাচিত হয়েছে কুকুর ডিউক। এ নিয়ে টানা তৃতীয়বারের মতো মেয়র হলো নয় বছর বয়সী সারমেয়টি।
গত রোববার ছুটির দিনে উৎসব মুখর পরিবেশে শহরটিতে মেয়র নির্বাচন অনুষ্ঠিত হয়। সেখানে গ্রেট পাইরিনিস জাতের এ কুকুরটি নিরঙ্কুশ জয় লাভ করে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বী ল্যাসি নামের একটি কুকুর শুধু একটি ভোট পেয়েছে।
বলা হচ্ছে, কুকুর ডিউক সম্ভবত আমেরিকায় সবচেয়ে জনপ্রিয় রাজনীতিক। কারণ পরপর তিনবার বিপুল ভোটে মেয়র নির্বাচিত হলো সে।
কুকুরটির মালিক ডেভিড রিক বলেন, মেয়র হওয়ার কারণে ডিউকের ছবি এখন শহরের রাস্তার বিলবোর্ডে শোভা পাবে। ভোটের সময় প্রত্যেকে তার জন্য এক ডলার করে চাঁদা দিয়েছে।
করমোরান্ট শহরে কোনো মানুষ মেয়র নেই। তাই প্রতি বছর ‘করমোরান্ট ডেইজ’ নামের এক উৎসবে প্রাণীদের মধ্যে মেয়র নির্বাচনের আয়োজন করে তাঁরা। ২০১৪ সালে ডিউক প্রথমবারের মতো শহরটির মেয়র হয়। হাফিংটন পোস্ট।
প্রতিক্ষণ/এডি/একে
=====