আবারো শীর্ষে নেতানিয়াহুর লিকুদ পার্টি
আন্তর্জাতিক ডেস্ক, প্রতিক্ষণ ডটকম:
ইসরায়েলের পার্লামেন্ট নির্বাচনে শীর্ষে রয়েছে কট্টরপন্থী ইহুদীবাদী বেঞ্জামিন নেতানিয়াহুর লিকুদ পার্টি।
বুধবার সকালে এখন পর্যন্ত ৯৯ শতাংশ ভোট গণনার বেসরকারি ফলাফল পাওয়া গেছে।
ইসরায়েলি সংবাদমাধ্যম ইয়েদিয়ত আহরনত জানায়, ১২০ আসনের মধ্যে লিকুদ পার্টি ৩০টি আসনে জয় লাভ করেছে।
এরপরে জায়োনিস্ট ইউনিয়ন ২৪টি আসনে জিতেছে। জয়েন্ট (আরব) লিস্ট ১৪ টি, ইয়েশ অতিদ ১১, কুলানু ১০ ও জিউইম হোম ৮টি আসনে জয় লাভ করেছে।
নেতানয়িাহু মঙ্গলবারই তার বিজয়ের পূর্বঘোষণা করেছিলেন। বিজয় নিশ্চিত হওয়ার পর তিনি বলেন, সকল কাঁটা ধন্য করে অবশেষে আমরা লিকুদ পার্টির বিজয় নিশ্চিত করেছি। লিকুদ পার্টির নেতৃত্বে সংঘটিত সুষ্ঠু জাতীয় নির্বাচনে এ নিরঙ্কুশ বিজয় অর্জিত হয়েছে। এ বিজয় ইসরায়েলের মানুষের। এবার আরও একবারের মতো একটি শক্তিশালী ও স্থিতিশীল সরকারব্যবস্থা গঠিত হবে।
ফিলিস্তিনের প্রতিক্রিয়া: নেতানিয়াহুর বিজয়ে তাৎক্ষণিক যে প্রতিক্রিয়া ব্যক্ত করেছে ফিলিস্তিন, তাতে হতাশা ও পরবর্তী তৎপরতায় বেগ বৃদ্ধির প্রতিশ্রুতি প্রকাশ পেয়েছে।
ফিলিস্তিনের অন্যতম কূটনীতিক সায়েব ইরাকাত বার্তাসংস্থা এ এফপিকে জানান, ‘এটা পরিষ্কার যে নেতানিয়াহুই পরবর্তী সরকার গঠন করতে যাচ্ছেন। সুতরাং হাগ-এর আন্তর্জাতিক অপরাধ আদালতে আমাদের যেতেই হচ্ছে। একটি স্বাধীন রাষ্ট্রের দাবিতে, এবং আমাদের ওপর সংঘটিদ যুদ্ধাপরাধের সুষ্ঠু বিচারের জন্যে চাপ সৃষ্টি করতে তৎপরতা আরও বাড়াতে হবে আমাদের।’
প্রতিক্ষণ/এডি/কেয়া