আবারো গোমাংস সন্দেহে ভারতে যুবককে মারধর
ফের গোমাংস বহন করার সন্দেহে এক ব্যক্তিকে বেধড়ক মারধর করার ঘটনা ঘটল ভারতে। এ ক্ষেত্রেও অভিযোগের তীর গোরক্ষকদের দিকে।
ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের নাগপুরের ভারসিঙ্গি গ্রামে। আক্রান্ত ব্যক্তির নাম ইসমাইল শাহ (৩৬)।
ভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যম জানায়, পেশায় সবজি ব্যবসায়ী ইসমাইল শাহ তাঁর স্কুটারে করে গোমাংস নিয়ে যাচ্ছিলেন বলে সন্দেহ করে একদল স্থানীয় মানুষ। এরপর তাঁকে ভারসিঙ্গি বাস স্টপেজের কাছে তারা ইসমাইল শাহকে ঘিরে ফেলে। স্কুটারে গোমাংস রয়েছে বলে অভিযোগ তুলে বেধড়ক মারধরও শুরু হয়। সেই সময় ইসমাইল শাহ বারবার বলতে থাকেন তাঁর কাছে গোমাংস নেই। কিন্ত কে শোনে কার কথা। মারের চোটে একসময় রাস্তার মধ্যে অজ্ঞান হয়ে পড়ে যান তিনি।
এর পরই ঘটনার খবর পেয়ে পুলিশ এসে উদ্ধার করে ইসমাইল শাহকে। ওই দুষ্কৃতকারীরা স্থানীয় প্রহার সংগঠনের সদস্য বলে প্রাথমিকভাবে চিহ্নিত করতে পেরেছে পুলিশ। এই ঘটনায় চারজনকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে নাগপুর পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। ইসমাইল শাহর স্কুটার থেকে পাওয়া মাংস পরীক্ষার জন্য পাঠিয়েছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
প্রতিক্ষণ/এডি/রন