আবারো চড়া পেঁয়াজ ও আদার দাম
রাজধানীর পাইকারি বাজারে হঠাৎ করে আবারো বেড়ে গেছে পেঁয়াজের দাম। প্রায় দ্বিগুণ বেড়েছে আদার পাইকারি দরও।
বেড়েছে আলুর দামও। তবে মিনিকেট চালের দাম কমেছে কেজিতে ১ থেকে ২ টাকা পর্যন্ত। অন্য সব চালের বাজার স্থিতিশীল রয়েছে। স্থিতিশীল তেল, ডাল ও মশলার বাজারও।
কৃষি মার্কেটের পেয়াজ, রসুন আদার পাইকারি বাজারে অন্য সময় ক্রেতার ভিড় আর কাঁচামালের বস্তা ওঠানামার কাজে কুলিদের ব্যস্ততায় মুখরিত থাকে। কিন্তু শুক্রবার দেখা গেল ভিন্ন চিত্র।
এক দিনের ব্যবধানে পেয়াজের দাম বেড়েছে আরেক দফা। ৪০-৪২ টাকার দেশি পেঁয়াজের পাইকারি দর ৫৮ থেকে ৬০ আর ভারতীয় পেঁয়াজের পাইকারি দর কেজিতে ১০ থেকে ১২ টাকা বেশি।
এদিকে আদার দাম প্রায় দ্বিগুণ হয়েছে হঠাৎ করেই। বস্তা প্রতি ১০০ টাকা বেড়েছে আলুর পাইকারি দাম। তবে কিছুটা স্বস্তি ফিরে এসেছে চালের বাজারে। প্রকারভেদে মিনিকেটের বাজার কেজি প্রতি ১ থেকে ২ টাকা পর্যন্ত কমেছে। স্থিতিশীল রয়েছে অন্য সব ধরণের চালের দাম। সামনে দাম আরো কমবে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
এদিকে, খোলা পামওয়েল ও সয়াবিন তেল, ডাল ও মশলার বাজার স্থিতিশীল রয়েছে।
প্রতিক্ষণ/এডি/বিএ