‘আবারো পাটের সুদিন ফিরবে’

প্রকাশঃ মার্চ ১৬, ২০১৬ সময়ঃ ১২:০১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:০৩ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

ahsanবাজার করতে গেলে দোকানদার পন্যের সাথে যে সব পলিথিন ব্যাগ আপনাকে দেয় এগুলোতে প্রাইভেসি বা গোপনীয়তা বলতে কিছু থাকে না। কারণ, স্বচ্ছ এই ব্যাগের বাইরে থেকে ভেতরের সবকিছুই দেখা যায়।

এছাড়া, খাদ্যদ্রব্য কেনার জন্য এসব ব্যাগ নিরাপদ ও স্বাস্থ্যসম্মত নয় এবং পরিবেশসম্মতও নয়। সর্বোপরি, পলিথিন শপিং ব্যাগ ব্যবহার ও বহন একট অপরাধ যার সাজা হিসেবে দশ বছরের সশ্রম কারাদন্ড এবং দশ লক্ষ টাকা জরিমানা পর্যন্ত হতে পারে।

তাই আসুন আমরা পলিথিন শপিং ব্যাগকে না বলি এবং পরিবেশ বান্ধব পাটের ব্যাগ ব্যবহারের অভ্যাস গড়ে তুলি। আমাদের মধ্যে যখন পাটের ব্যাগের চাহিদা বাড়বে তখন বাজারে এর যোগান বাড়বে ফলে পাটের ব্যাগের দামও কমবে। আবারো পাটের সুদিন ফিরবে।

 

এহসান রনির ফেসবুক পাতা থেকে উপরের এই লাইনগুলো নেয়া হয়েছে।

 

Capture

 

 

#লাইক ও শেয়ার দিয়ে প্রতিক্ষণের সাথে থাকুন।

 

 

প্রতিক্ষণ/এডি/এফটি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G