আবারো “বন্দুকযুদ্ধ”, নিহত এক

প্রকাশঃ জুন ৯, ২০১৬ সময়ঃ ১০:৩৮ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:১২ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্কঃ

image_231416.bondukjuddho-2

দেশে গুপ্তহত্যার মতো কথিত বন্দুকযুদ্ধে আসামি বা সন্দেহভাজন নিহত হওয়ার রেওয়াজও থামছে না। এবার রাজধানীর রামপুরায় বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন একজন।

নিহত কামাল পারভেজ (৪৫) উত্তরার বাসিন্দা। ছিনতাই চেষ্টার অভিযোগে অস্ত্রসহ আটকের পর সঙ্গে নিয়ে অভিযানে বেড়িয়েছিল পুলিশ। বুধবার বিকালে তালতলা মাঠে এক নারীর ‘গয়না ও টাকা লুট করার সময়’ একটি পিস্তল, একটি রিভলবার ও নয়টি গুলিসহ তাকে আটক করা হয় বলে জানান র‌্যাব-৩ এর অপারেশন অফিসার আব্দুল করিমকরিম।

করিম ঘটনার বিবরণ দিতে গিয়ে বলছেন, বুধবার রাতে পূর্ব রামপুরার তিতাস রোডের বালুর মাঠে গোলাগুলির এ ঘটনা ঘটে।

“রাতে তাকে নিয়ে বালুর মাঠ এলাকায় অভিযানে গেলে তার সহযোগীরা র‌্যাবের দিকে গুলি ছোড়ে। জবাবে র‌্যাবও পাল্টা গুলি চালায়। এ সময় সহযোগীদের ছোড়া গুলিতে কামাল আহত হয়।”

গুলিবিদ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক কামালকে মৃত ঘোষণা করেন বলে আব্দুল করিম জানান।

তিনি বলেন, কামালের মৃতদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

 

 

প্রতিক্ষণ/এডি/সাদিয়া

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G