আবু ত্ব-হা মোহাম্মদ আদনান এর বেঁচে থাকার খবর শুনে স্বস্তি ফিরে এসছে ক্রিকেটারদের মনে। বেশ কয়েকদিন ধরে নিখোঁজ ছিলেন বাংলাদেশের আলোচিত এই ইসলামি বক্তা।
এক সময় ক্রিকেট খেলতেন ত্ব-হা। স্বাভাবিকভাবেই ক্রীড়াঙ্গনেও তার অনেক পরিচিতজন আছেন। ত্ব-হা নিখোঁজ হওয়ার পর তার কাছের মানুষদের সঙ্গে উদ্বিগ্ন পড়েন ক্রিকেটাররাও।
অবশেষে তরুণ এই ইসলামি বক্তার সন্ধান মিলেছে। তার ফেরার খবরে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের অভিব্যক্তি জানিয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন, শাহরিয়ার নাফীস, সোহরাওয়ার্দি শুভরা।
জাতীয় দলের তারকা অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন তার ফেসবুক পেজে ত্ব-হার ছবি দিয়ে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। ধন্যবাদ বাংলাদেশ প্রশাসনকে।’
সাবেক অধিনায়ক ও তারকা ওপেনার শাহরিয়ার নাফীস লিখেছেন, ‘তাকে পাওয়া গিয়েছে। সে ফিরেছে।’
জাতীয় দলের আরেক ক্রিকেটার সাব্বির রহমান লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, আবু ত্ব-হা মোহাম্মদ আদনান ভাই বাসায় ফিরেছেন।’
তরুণ লেগস্পিনার আমিনুল ইসলাম বিপ্লব ত্ব-হার ফেরার খবরে স্বস্তি প্রকাশ করে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ।’
অলরাউন্ডার সোহরাওয়ার্দি শুভ লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। নিখোঁজ আবু ত্ব-হা মুহাম্মদ আদনান ও মুহিত উদ্ধার। স্থানীয় এক টিভি চ্যানেলকে জানিয়েছে তার পরিবার।’
নিখোঁজ হওয়ার পরও আবু ত্ব-হাকে খুঁজে বের করতে এর আগে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছিলেন শুভ।
প্রতিক্ষণ/এডি/অনি