আব্বাসের জামিন আবেদন
নিজস্ব প্রতিবেদক:
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মির্জা আব্বাস হাইকোর্টে আগাম জামিন চেয়েছেন।
রোববার আব্বাসের আইনজীবী খন্দকার মাহবুব হোসেন ও মাহবুব উদ্দিন খোকন বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের বেঞ্চে এই আবেদন করেন।
এ সময় রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. বশিরউল্লাহ।
আব্বাসের আইনজীবীরা জানান, পল্টন, মতিঝিল ও শাহবাগ থানার তিন মামলায় আগাম জামিনের আবেদন করা হয়েছে। সোমবার এ বিষয়ে শুনানি হতে পারে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও মহানগর আহ্বায়ক মির্জা আব্বাস সিটি নির্বাচনের হলফনামায় আগের ২৪টি এবং বর্তমানে ৩৭টি ফৌজদারী মামলা থাকার কথা বলা হয়েছে।
২৮ এপ্রিল ভোট সামনে রেখে পুরোদমে প্রচার চললেও মামলা মাথায় নিয়ে এই বিএনপি নেতা সামনে আসছেন না। মগ প্রতীক নিয়ে তার পক্ষে ভোট চাইছেন স্ত্রী আফরোজা আব্বাস।
প্রতিক্ষণ/এডি/নুর