আব্বাসের জামিন শুনানি ২১ এপ্রিল

প্রকাশঃ এপ্রিল ১৬, ২০১৫ সময়ঃ ৯:২১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:২৩ অপরাহ্ণ

abbasদুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় বিএনপি সমর্থিত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র প্রার্থী মির্জা আব্বাসের আগাম জামিনের শুনানির জন্য  ২১ এপ্রিল দিন ধার্য করেছেন আদালত।

বৃহস্পতিবার বিচারপতি মো. মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শুনানির জন্য ওই দিন ধার্য করেন।

এর আগে বুধবার হাইকোর্টের আরেকটি বেঞ্চ দুদকের মামলায় আগাম জামিনের আবেদন কার্যতালিকা থেকে বাদ দেন।

পরে আব্বাসের পক্ষে আইনজীবীরা প্রধান বিচারপতির কাছে দুদকের মামলায় আগাম জামিনের শুনানীর জন্য বেঞ্চ ঠিক করে দেওয়ার আবেদন জানান। এরপর নতুন করে এ বেঞ্চে আবেদন করেন তার আইনজীবীরা।

উল্লেখ্য, ২০১৪ সালের ৬ মার্চ প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) শাহবাগ থানায় মির্জা আব্বাসের বিরুদ্ধে মামলাটি দায়ের করে।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G