আমদানি কমছে মোবাইল ফোনের
প্রতিক্ষণ ডেস্ক:
বাংলাদেশে ফোন আমদানিকারক প্রতিষ্ঠানগুলোর সংগঠন বিএমপিআইএ প্রস্তাবিত বাজেটে মোবাইল ফোনের ওপর থেকে শুল্ক হ্রাসের আহ্বান জানিয়েছে । বিএমপিআইএ এর মতে মোবাইল ফোনের ওপর ২১.৭৫ শতাংশ শুল্ক আরোপের ফলে মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে মোবাইল ফোন।
বিএমপিআইএ সুত্র মতে, ২০১৪-১৫ অর্থবছরে সরকার প্রথমবারের মতো হ্যান্ডসেট আমদানিতে ১০ শতাংশের পরিবর্তে মোট ২১.৭৫ শতাংশ শুল্ক আরোপ করে।ফলে
গত নয় মাসে মোবাইল ফোনের আমদানি কমেছে ৪০ ভাগ।
বিএমপিআইএ মনে করছে যে, বর্ধিত কর আরোপের ফলে অবৈধ পথে আমদানি এবং আন্ডার ইনভয়েসিং বাড়ছে। এতে সরকার কাঙ্খিত রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।
এছাড়া, ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের ক্ষেত্রে মোবাইল ফোন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। অধিক শুল্ক আরোপের ফলে যদি এভাবে মোবাইলের আমদানি কমতে থাকে তা হলে প্রযুক্তিতে দেশ অনেক পিছিয়ে পড়বে ।
তাই সরকারের প্রতি চলতি বাজেটেই বর্ধিত শুল্ক প্রত্যাহার করে মোবাইল ফোনের দাম সহনীয় রাখার আহ্বান জানিয়েছে বিএমপিআইএ।