আমরণ অনশনে গ্রন্থাগারিকরা

প্রকাশঃ সেপ্টেম্বর ১, ২০১৫ সময়ঃ ২:১৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:১৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

pressclabবেসরকারি উচ্চ বিদ্যালয় ও মাদ্রাসায় বৈধ নিয়োগপ্রাপ্ত সহকারী গ্রন্থগারিকদের এমপিওভুক্তির দাবিতে আমরণ অনশনে অংশ নিয়েছে বাংলাদেশ সহকারী গ্রন্থাগারিক সমিতির সদস্যরা।

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরণ অনশনে অংশ নিয়েছেন গ্রন্থাগারিকরা।

শিক্ষা মন্ত্রণালয়ের বৈষম্যের কারণে এমপিও পাচ্ছেন না উল্লেখ করে সংগঠনের মহাসচিব আশীষ কুমার সিকদার জানান, ৩১ জানুয়ারি ২০১৩ এর পূর্বে গ্রন্থাগারিকরা নিয়োগ পেলেও জেলা শিক্ষা অফিসারদের গাফলতিতে এমপিওর আবেদন সময়মতো ডিজি অফিসে না পাঠানোয় এমপিও বঞ্চিত রয়েছেন হাজার হাজার গ্রন্থাগারিক।

সারদেশে প্রায় ২ হাজার সহকারী গ্রন্থাগারিক এমপিওভুক্তির জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তারা। অনশনে উপস্থিত আছেন সংগঠনের সভাপতি জাহিদ হোসেন, সদস্য শাহাদাত হোসেন, বিজয় রায়, মতিউর রহমান, আলমাস সিকদার প্রমুখ।

প্রতিক্ষণ/এডি/তাফ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G