আমাজনে বিশ্বের সর্ববৃহৎ আনাকোন্ডার সন্ধান
আমাজনের গহীন রেনফরেস্টে সম্প্রতি সতেরো ফুট লম্বা একটি আনাকোন্ডা সাপের খোঁজ পাওয়া গেছে। সেখানে বসবাসকারী আদিবাসীরা এটি উদ্ধার করেন। ধারণা করা হচ্ছে, এটি বিশ্বের সর্ববৃহৎ আনাকোন্ডা। বিবিসির একটি তথ্যচিত্রে এর ছবি দেখানো হয়। আনাকোন্ডা নামটি শুনলে ভয়ে শরীর শিউরে উঠে। তার বিশাল আকারের দেহ এবং শিকারীকে মারার জন্য হাড় নিষ্পেশন করা আলিঙ্গন দেখলে অন্য প্রানীরাও ভীত হয়। এই নির্জন প্রাণীটি আমাজনের রহস্যময় জঙ্গলে স্থায়ীভাবে বাস করে।
গোপন শিকারী এই প্রাণীটি সেখানে তার এক বিশাল আকর্ষণীয় নেটওয়ার্ক তৈরি করেছে । বিজ্ঞানী ও বন্যপ্রাণীকর্মী যারা এই বিষয়ে কাজ করে বিশেষ খ্যাতি অর্জন করতে চায় তাদের জন্য এটি একটি বড় উৎস। বিবিসির গর্ডন ব্যুকানন যিনি ওয়ারানি উপজাতিদের একটি দল নিয়ে এই চ্যালেঞ্জিং অভিযানে নেতৃত্ব দেন। শৈবালময় পানির ছায়াবৃত্তের গভীরে উপজাতি দলটি আনাকোন্ডাটির বিকট মাথা লুকিয়ে থাকতে দেখে বিস্মিত হয়। শিকারী দল উপলব্ধি করলেন যে, একটি সাপ যার পুরো শরীর গর্তের মধ্যে লুকানো ছিল সেটি ক্যাপচার করা অত্যাবশ্যক ছিল। উপজাতীয় সদস্যদের কয়েকজন নিচে নামলেন সাপটিকে ধরার জন্য। সদস্যরা বুঝতে পারলেন যে এর চোয়াল থেকে বিষাক্ত দাঁত কেটে না ফেললে যেকোনো বিপত্তি ঘটতে পারে। কোন সদস্যের উপস্থিতি টের পেলে আনাকোন্ডাটি যে কারো মৃত্যুর কারণ হতে পারে। সেখান থেকে তারা দ্রুত সরে গেলেন। তাদের মধ্যে একজন সাপটির মুখ বন্ধ করার চেষ্টা করলে এটি দ্রুত তাদের দিকে তেড়ে আসে। দুজন লোক সাপটির মুখ এবং মাথা চেপে ধরলেন। এই বিশাল আকারের সাপটিকে ধরতে শিকারীদের বেশ বেগ পেতে হয়েছে। সাপটির দেহ একটি গাছের গুড়ির মতো আর মাথাটি ছিল একটি ফুঠবলের মতো দেখতে।
প্রতিক্ষণ/এডি/জেডআর
=======