‘আমার ভাই কোনো রাজনৈতিক দলের নয়’
অনিক চক্রবর্তী (চুয়াডাঙ্গা প্রতিনিধি)
‘আমার ভাই চুয়াডাঙ্গার কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত ছিলো না, সে একজন ক্ষুদ্র ব্যবসায়ী ছিলো। তাই তাকে নিয়ে কেউ রাজনীতি করবেন না’ বলে মন্তব্য করেন চুয়াডাঙ্গায় দুর্বৃত্তদের হামলায় নিহত ভুলুর বড় ভাই মিলন হোসেন কালু।
শনিবার রাতে ভাই হত্যার সুষ্ঠু বিচারের দাবীতে সংবাদ সম্মেলনে উপরোক্ত কথাগুলো বলেন তিনি।
চুয়াডাঙ্গা জেলা আওয়ামীলীগের কার্যালয়ে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে মিলন হোসেন কালু আরো বলেন, আমার ভাই রাজনীতি বুঝতো না, অথচ এখন তার লাশ নিয়ে রাজনীতি করা হচ্ছে। আমি হুইপ বুঝি না, মেয়রও বুঝি না। আমি বুঝি আমার ভাইকে শহরের চিহ্নিত সন্ত্রাসীরা হত্যা করেছে। আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করি। সংবাদ সম্মেলনে মিলন হোসেন কালু বেশ কয়েকজন হত্যাকারীর নামও প্রকাশ করেন।
আপনার ভাই কোনো রাজনীতি করতো না, তাহলে কেন এবং কী কারণে হত্যাকান্ডের শিকার হলো, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মিলন হোসেন কালু বলেন, আগে আমার ভাই ওদের সাথে মিশতো। এখন ওরা রাজনীতিতে সক্রিয় হওয়ায় ওদের সাথে আমার ভাই আর চলাফেরা করতো না। আর এ কারণেই ঐ চিহ্নিত সন্ত্রাসীরা আমার ভাইকে প্রকাশ্যে দিবালোকে কুপিয়ে হত্যা করলো।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ জেলা আওয়ামীলীগের সভাপতি সোলায়মান হক জোয়ার্দ্দার এমপি, যুবলীগ নেতা আব্দুল কাদের, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রুবায়েত বিন আজাদ সুস্থির ও সাধারন সম্পাদক মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিক প্রমুখ।
#লাইক ও শেয়ার দিয়ে প্রতিক্ষণের সাথে থাকুন।
প্রতিক্ষণ/এডি/এফটি