বিনোদন ডেস্ক
শিশু অভিনেত্রী থেকে পুরোদস্তুর অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি। তুমুল জনপ্রিয় এই অভিনেত্রী মাঝে মাঝে সমালোচনার মুখে পড়েন। কখনো কখনো সামাজিক মাধ্যমে ট্রলের শিকারও হন ‘ময়না পাখি’ খ্যাত
দিঘী। তবে এ নিয়ে তিনি মাথা ঘামান না বলে জানিয়েছেন। সম্প্রতি ট্রলিং করা নিয়ে প্রশ্ন করতে মুখ খোলেন এই অভিনেত্রী।
কিছুদিন নীরব থাকলেও কয়েকদিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে দীঘির একটি পোস্ট বেশ আলোচনায়
আসে। বারবার কাস্ট করেও সিনেমা থেকে বাদ দেয়ার বিষয়ে ক্ষোভ ঝাড়েন তিনি। এ নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছিলেন নির্মাতা রায়হান রাফিও। সৃষ্টি হয় বিতর্কের।
এসব নিয়ে নেটিজেনরা যখন ট্রল করছেন, তখন দিঘী বলছেন, তাকে নিয়ে এত সমালোচনা ও বিতর্ক হলেও এসবে মোটেও কান দেন না। এসব অনেকটা এড়িয়ে চলতেই পছন্দ করেন তিনি।
সামাজিক মাধ্যমের ট্রলের কীভাবে সামলান এমন প্রশ্নে দীঘি বলেন- আমি ট্রলিংয়ে কান দিই না। আমার
লাইফ আমি পরিচালনা করি। আমার সবকিছু করার অধিকার আছে। মানুষের যেমন দুইটা কথা বলার অধিকার আছে, আমারও তেমন সবকিছু করার অধিকার আছে।