আমি অখুশি না – সাব্বির

প্রথম প্রকাশঃ অক্টোবর ১৭, ২০২২ সময়ঃ ১:৪৬ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:৪৬ পূর্বাহ্ণ

বাংলাদেশ ক্রিকেট দলের হয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়ে আরেকটি ফিফটি করেন সাব্বির। আর তাতেই এশিয়া কাপের দলে জায়গা মেলে এই ক্রিকেটারের। এরপর ইন্টেন্ট ও ইমপ্যাক্ট বিবেচনায় সাব্বির সুযোগ পায় বিশ্বকাপের দলেও। তবে জাতীয় দলের জার্সিতে এশিয়া কাপ থেকে শুরু করে ৪ ম্যাচ খেলে মোটে ৩১ রান করতে পারেন সাব্বির। বিশেষ করে নিউজিল্যান্ডের মাটিতে তিন জাতি টি২০ প্রস্তুতি সিরিজে সাব্বির টানা ব্যর্থ হন। তাতেই কপাল পুড়েছে।

বাজে পারফরম্যান্সের জন্য অস্ট্রেলিয়ায় উড়াল দেওয়ার ঠিক আগের দিন চূড়ান্ত স্কোয়াড থেকে বাদ পড়েন এই ক্রিকেটার। ফিরে আসেন দেশে। এবার দেশে এসে এক লাইভে সাব্বির বললেন, বাজে পারফরম্যান্সের জন্য বিশ্বকাপ দল থেকে বাদ পড়েও অখুশি বা দুঃখ নেই তার।

সাব্বির মিডিয়াকে বলেন, ‘আমি বিশ্বকাপ থেকে যে বাদ পড়েছি, এটার জন্য আমার দুঃখ নাই। ডিপিএলে ভালো খেলেছি, বাংলাদেশ ‘এ’ দলের হয়ে ওয়েস্ট ইন্ডিজে ভালো খেলেছি। সেই কারণে আমাকে এশিয়া কাপ, ইউএই এবং বিশ্বকাপে সুযোগ দিয়েছিল।

  1. দুর্ভাগ্যজনকভাবে আমি ৪ ম্যাচে ভালো খেলিনি বলে আমাকে বাদ দিয়েছে। এইজন্য আমি অখুশিও না। আমার জায়গায় যে খেলতেছে অবশ্য তারা মনে করেছে সে আমার চেয়েও বেশি যোগ্যতর। আর দিনশেষে বাংলাদেশ যদি জেতে, সবচেয়ে বেশি খুশি, গর্বিত আমি হব। আমি আশা করি, আপনারাও হবেন।’

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G