আমি চেষ্টা করলাম এবং সত্যিই হাঁটতে পারলাম

প্রকাশঃ ফেব্রুয়ারি ৪, ২০১৬ সময়ঃ ৪:১৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:৩১ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

Hmisbahআমি হাঁটছি। দিব্যি হাঁটছি। হাঁটতে পারছি খুব সুন্দর। একটুও সমস্যা হচ্ছে না। Doctor বলেছেন, আমি ৩ মাসের আগে পা মাটিতে রাখতে পারবো না। কিন্ত আমি এক মাসেই হাঁটছি। আমার আনন্দ আর দেখে কে…..!

চাম্পু গলিতে আড্ডা দিয়ে সিঁড়ি ভেংগে আমার আগের কর্মস্থল ইটিভির নিউজরুমে গেলাম। সবার সাথে অনেক আড্ডাবাজি করলাম। সবাই কত খুশি আমাকে দেখে। এর মধ্যে পায়ে খুব ব্যথা অনুভব করলাম। সেই ব্যথায় আমার ঘুম ভাংলো। আহ, স্বপ্নটা যদি সত্যি হতো…
খুব বলতে ইচ্ছে করে, হাসান মিসবাহ, ইনডিপেন্ডেন্ট নিউজ……………

হাঁটি হাঁটি পা পা…আজ দুপুরে Doctor এসে বললেন, উঠুন, হাঁটতে হবে। বললাম, ঘন্টা খানেক আগে চেষ্টা করে পারিনি। মাথা ঠিক করতে পারছি না। তিনি নাছোড়বান্দা। বললেন, এখন পারবেন। উঠুন। আমি চেষ্টা করলাম এবং সত্যিই হাঁটতে পারলাম। ক্রাচে ভর দিয়ে নয়, দোয়া করবেন আমি যেন খুব দ্রুত পায়ে ভর দিয়েই হাঁটতে পারি।

 
হাসান মিসবাহ’র ফেসবুক পাতা থেকে এই লাইনগুলো হুবহু নেয়া হয়েছে।

Hasan Misbah

 

 

হাসান মিসবাহ’র হাঁটতে পারার এই স্বপ্ন সত্যি হওয়ার বাস্তব চিত্রের ভিডিও লিঙ্ক নিচে দেওয়া হলোঃ

 

https://www.facebook.com/hasan.misbah.7/videos/718797131589997/?__mref=message_bubble

 

 

প্রতিক্ষণ/এডি/এফটি

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G