আমি পুরোপুরি ফিট : মেসি

প্রথম প্রকাশঃ নভেম্বর ২২, ২০২২ সময়ঃ ২:৫০ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:৫০ পূর্বাহ্ণ

ক্রীড়া ডেস্ক

কাতার বিশ্বকাপ আসরে আজ মেসি বাহিনীর প্রথম মিশন, প্রতিপক্ষের নাম সৌদি আরব। কিন্ত আজ কি দলের প্রধান তারকা মেসিকে মাঠে দেখা যাবে? কারণ গত কয়েক দিন মেসির দলের সঙ্গে অনুশীলন না করাটাই ছিল এ সমালোচনার মুলে। তাহলে কি মেসি আজ খেলছেন না! তা হচ্ছে না,আজ মেসিকে মাঠে দেখা যাবে। তথ্যটা মেসি নিজেই দিয়েছেন।

আজ বিকেল ৪টায় বিশ্বকাপে প্রথম ম্যাচে মাঠে নামার আগে সাংবাদিকদের জানিয়ে দিলেন মেসি-তিনি আছেন। ম্যাচের আগে আর্জেন্টিনার অধিনায়ক বলেছেন, “শারীরিক ভাবে খুবই ভাল জায়গায় রয়েছি। একটা দারুণ দলের সঙ্গে খেলতে চলেছি। এখন আমি পুরোপুরি ফিট। কোনও সমস্যা নেই। শুনেছি আমি একা অনুশীলন করায় অনেকে অনেক কিছু বলেছে। আমার হালকা একটা চোট ছিল। তাই সাবধানতা রাখতেই একা অনুশীলন করি। এতে অস্বাভাবিক কিছু নেই। একটা অন্য সময় বিশ্বকাপ হচ্ছে এ বার। শারীরিক সক্ষমতাও অন্য রকম থাকবে। আগে বিশ্বকাপের আগে এক মাসের প্রস্তুতি নেওয়া যেত। এখন সেই সময় নেই। দ্রুত খেলা হয়। জানতাম এমনই হবে। সে ভাবেই প্রস্তুতি নিয়েছি।”

এটাই দেশের হয়ে মেসির শেষ বিশ্বকাপ। আলাদা কি কোনও প্রস্তুতি নিয়েছেন তিনি? মেসি বলেছেন, “একদমই নয়। কম ম্যাচ খেলে বিশ্বকাপে এসেছি। কিন্তু খেলার মধ্যে থাকতে থাকতেই এসেছি। তাই কোনও অস্বস্তি হচ্ছে না। ছন্দেই আছি। তাই আলাদা করে কোনও প্রস্তুতির দরকার হচ্ছে না। নিজের খেয়াল রেখেছি। যে ভাবে গোটা জীবনে প্রস্তুতি নিয়েছি, সে ভাবেই এ বারও করেছি। এটাই আমার শেষ বিশ্বকাপ। একটা স্বপ্ন পূরণ করার শেষ সুযোগ।”

নিজের দল নিয়েও খুশি মেসি। বলেছেন, “আশা করি যে ভাবে এত দিন খেলে এসেছি, সে ভাবেই খেলতে পারব। প্রতি ম্যাচেই আমরা উন্নতি করছি। সেটা মাঠে আমাদের খেলার ফল দেখেও বোঝা যাচ্ছে। বিশ্বকাপ প্রথম ম্যাচ বরাবরই কঠিন। তার উপর এ বার অনেকে প্রথম বিশ্বকাপ খেলছে। তাই নার্ভ ধরে রাখা কঠিন। প্রথম পাঁচ মিনিটের পর আশা করি আমরা স্বাভাবিক খেলাটা খেলতে পারব। প্রতিপক্ষকে সমীহ করেই নামব আমরা।”

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G