ক্রীড়া ডেস্ক
প্রচন্ড ক্ষোভে আছে বাংলাদেশের ক্রিকেট ভক্তরা। বিশেষ করে অস্ট্রেলিয়ার মাটিতে গ্যালারিতে বসে যা গতকাল আইসিসির লজ্জা-হীন কান্ড দেখেছে। দেখেছে ভারতের বেহায়াপনা।
গতকাল জোর করে জিতেছে ভারত, এমনটা নব মিডিয়াতেই প্রচারিত হয়েছে। বিসিবি এখন আইসিসির কাছে অভিযোগ করা প্রস্তুতির ঘোষণা দিয়েছে। এখন অভিযোগ করে কি লাভ হবে? এমন মন্তব্য ক্ষোভে ফেঁটে পড়া সমর্থকদের।
ম্যাঠে খেলা দেখা ক্রিকেট ভক্তরা বিভিন্ন সোস্যাল মিডিয়াতে নিজেদের বক্তব্য প্রচার করছে। এ সমর্থক ভিডিওতে বলেছেন, আমরা আসলে হারি নাই, আমরা হারি নাই, এমন বৃষ্টির মধ্যে কি খেলা হয়?। লিটন দাস পিচের মধ্যে স্লিপ খাইয়া পড়ে গেছে, নাইলে লিটন কি এমন ভাবে আইট হয় না-কি? এই পিচে কি খেলা সম্ভব। এই পিচে জীবনে খেলা হয় না। এই পিচে ওরা বৃষ্টির ভেতর খেলা দিছে, ওরা ‘জোর কইরা খেলাইছে আমাদেরকে, আমি বুঝলাম না আইসিসি এটা কি করলো।’
https://www.youtube.com/watch?v=5n2pOL3Hjgc