আম্পায়ারদের পক্ষপাতিত্বে ক্ষুব্ধ খালেদা
নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:
আইসিসি বিশ্বকাপের ২য় কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ-ভারত ম্যাচে অ্যাম্পায়ারদের পক্ষপাতিত্বমূলক সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
বৃহস্পতিবার ম্যাচ শেষে এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন বেগম জিয়া।
মহিলা দলের সাধারণ সম্পাদক শিরীন সুলতানা জানান, চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে স্যাটেলাইট টিভি সংযোগ এখনো বিচ্ছিন্ন। একারণে তিনি টেলিভিশনে খেলা দেখতে পারেননি। তবে অন্যরা রেডিওতে খেলার ধারাভাষ্য শুনেছেন। তারা চেয়ারপারসনকে খেলার নিয়মিত হালনাগাদ খবর দিয়েছেন।
তিনি আরো জানান, বাংলাদেশ দল ভারতের বিরুদ্ধে বড় রানের ব্যবধানে হারলেও তাদের পারফরমেন্সে সন্তোষ প্রকাশ করেছেন খালেদা জিয়া। আর খেলা চলাকালে পক্ষপাতমূলক আম্পায়ারিংয়ে তিনি বিরক্তি ও ক্ষোভ প্রকাশ করেছেন।
উল্লেখ্য, বৃহস্পতিবার বাংলাদেশের বিরুদ্ধে কয়েকটি বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে সমালোচিত হচ্ছেন দুই আম্পায়ার আলিম দার ও ইয়ান গোল্ড। এই দুই আম্পায়ার অন্যায়ভাবে একাধিক সিদ্ধান্ত দিয়েছেন বাংলাদেশের বিপক্ষে। এমনকি তৃতীয় আম্পায়ার স্টিভ ডেভিসও খলনায়কের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন।
প্রতিক্ষণ/এডি/কামরান