আয়োজক কাতারের ২৬ সদস্যের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা 

প্রথম প্রকাশঃ নভেম্বর ১৩, ২০২২ সময়ঃ ১:৩৬ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:৩৬ পূর্বাহ্ণ

ক্রীড়া ডেস্ক

কাতারের ২০২২ স্কোয়াডে কোনও বড় চমক নেই। ম্যানেজার ফেলিক্স সানচেজ বেশ কয়েকটি পরিচিত মুখ গুলোর নামই শোনালেন। স্বাগতিকদের ম্যানেজার ২৬ সদস্যের ফুটবল দলের নাম ঘোষণা করেন। কাতারের প্রধান কোচ ফেলিক্স সানচেজ দেশের প্রথম বিশ্বকাপে অংশগ্রহণের জন্য অভিজ্ঞ স্কোয়াড সাঁজিয়েছে।

সানচেজ আশা করছেন যে ২০১৯ সালের এশিয়ান কাপের সদস্যরা তাদের ঐতিহাসিক জয়ের পুনরাবৃত্তি করতে সক্ষম হবে। তিনি সেই টুর্নামেন্টে চিহ্ন করা কয়েক জন খেলোয়াড়কে দলে রাখা হয়েছে। যার মধ্যে আল-ময়েজ আলী ছিলেন, যিনি নয়টি গোল করে সর্বোচ্চ গোলদাতা ছিলেন।

কাতারের ৩১ বছর বয়সী অধিনায়ক হাসান আল হাইদোস বিশ্বকাপের উদ্বোধনী দিনে স্বাগতিক ইকুয়েডরের সাথে মুখোমুখি হবে। ২০ নভেম্বর ইকুয়েডরের মুখোমুখি হওয়ার পর, কাতার ২৫ নভেম্বর সেনেগাল এবং ২৯ নভেম্বর নেদারল্যান্ডসের মুখোমুখি হবে।

কাতারের ঘোষিত স্কোয়াড :

গোলরক্ষক
সাদ আল শিব (আল সাদ)
মিশাল বারশিম (আল সাদ)
ইউসুফ হাসান (আল-ঘরাফা)

ডিফেন্ডার
পেদ্রো মিগুয়েল (বা রো-রো) (আল-সাদ)
আব্দুল করিম হাসান (আল-সাদ)
তারিক সালমান (আল-সাদ)
মুসাব খাদের (আল-সাদ)
হাম্মাম আল-আমিন (আল-গারাফা)
বাসাম আল-রাভি (আল-দুহাইল)
বাউলেম খুউখি (আল-সাদ)
জাসেম জাবের (আল-আরাবি)

মিডফিল্ডার
আব্দুল আজিজ হাতেম (আল-রাইয়ান)
মুহাম্মদ ওয়াদ (আল সাদ)
আলী আসাদ (আল সাদ)
সালেম আল হাজরি (আল সাদ)
করিম বোদিয়াফ (আল-দুহাইল)
আসিম মাদবো (আল-দুহাইল)
মোস্তফা তারিক মিশাল (আল সাদ)

ফরোয়ার্ড
আকরাম আফিফ (আল সাদ)
আহমদ আলা (আল-ঘরাফা)
মুহাম্মদ মুনতারি (আল-দুহাইল)
হাসান আল হাইদোস (আল সাদ)
ইসমাইল মুহাম্মদ (আল-দুহাইল)
খালেদ মুনির (আল-ওয়াকরা)
আল-ময়েজ আলী (আল-দুহাইল)
নায়েফ আল-হাদরামি (আল-রাইয়ান)

সূত্র : আল-জাজিরা

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G