আরেকটি ইতিহাস গড়েছেন মেসি

প্রথম প্রকাশঃ মার্চ ৯, ২০১৫ সময়ঃ ১:৫৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:৫৭ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম:

messi-recordমেসি ভক্তদের একটু বেশিই চাপ পড়ে হয়ত তাদের মাথার উপর। কেননা অনেকগুলো রেকর্ডের সংখ্যা মনে রাখাতো রীতিমতো কষ্টের ব্যাপার।

তার পরও ক্যারিয়ারে একের পর এক রেকর্ড গড়ে চলা লিওনেল মেসি আরেকটি ইতিহাস গড়েছেন।

রিয়াল মাদ্রিদের ক্রিস্তিয়ানো রোনালদোকে ছাড়িয়ে লা লিগায় সর্বোচ্চ হ্যাটট্রিকের রেকর্ড একার করে নিয়েছেন বার্সেলোনার এই তারকা।

নিজেদের মাঠ কাম্প নউয়ে রায়ো ভায়েকানোকে ৬-১ গোলে উড়িয়ে দেয়ার ম্যাচে একাই তিনটি গোল করেন মেসি। রোববার এই জয়ে লা লিগার পয়েন্ট তালিকায় শীর্ষে উঠে গেল লুইস এনরিক শিবির। এছাড়া দলের হয়ে সুয়ারেজ দুটি এবং পিকে করেন একটি গোল।

হ্যাটট্রিকের মাধ্যমে নতুন এক উচ্চতায় উঠেছেন লিওনেল মেসি। ২৪টি হ্যাটট্রিক করে লা লিগার সর্বোচ্চ হ্যাটট্রিকের মালিক বনে গেলেন তিনি। ২৩ হ্যাটট্রিক নিয়ে এতদিন সমান্তরালে থাকা ক্রিশ্চিয়ানো রোনালদো তালিকায় নেমে গেলেন দ্বিতীয় স্থানে।

সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে এটি মেসির ৩২তম হ্যাটট্রিক। আরেক দিক থেকে রোনালদোকে স্পর্শ করেছেন মেসি। চলতি মৌসুমে লা লিগায় দুজনের গোলই এখন ৩০।

প্রতিক্ষণ/এডি/আকিদ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G