শরীফ, চবি প্রতিনিধি :
শিক্ষার্থীদের আবাসন সুবিধা নিশ্চিত করতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আরো দুটি নতুন হলের অনুমোদন পেয়েছে।
ইতিমধ্যে সকল শিক্ষার্থীদের আবাসনের জন্য নির্মিত হয়েছে বঙ্গবন্ধু ও শেখ হাসিনা নামক দুটি হল যেগুলো উদ্বোধনের অপেক্ষায় রয়েছে।
বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন দপ্তর সূত্রে জানা যায়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া সনাতন ধর্ম, বৌদ্ধ ও অন্যান্য সংখ্যালঘু শিক্ষার্থীদের আবাসিক সুবিধা সৃষ্টির জন্য চব্বিশ কোটি পনের লক্ষ টাকার মোট দুটি হলের অনুমোদন এসেছে।
শিক্ষামন্ত্রণালয়ের অধীনে ব্যায়ের পুরোটাই বাংলাদেশ সরকার নির্বাহ করবে। প্রাথমিক ভাবে পাঁচতলার গাঁথুনি তে চারতলা নির্মান করে ২২৫ জন করে মোট ৪৫০ জন ছাত্রছাত্রীর আবাসন ব্যবস্থা করা হবে।
জুন ২০১৭ সালের মধ্যে এ প্রকল্প বাস্তবায়নের কথা রয়েছে। ছাত্রীদের হল টি গণিত ও ভৌত বিজ্ঞান বিভাগের পাশে এবং ছেলেদের হলটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের পিছনে নির্মাণ করা হবে।
প্রতিক্ষণ/এডি/নুর