আলোচনার জন্য ওবামাকে পুতিনের আহ্বান

প্রকাশঃ জুলাই ৪, ২০১৫ সময়ঃ ৭:৩২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:৩২ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডট কম:

us1রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে আলোচনার আহ্বান জানিয়েছেন। শনিবার যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উপলক্ষে ওবামাকে পাঠানো এক শুভেচ্ছা বার্তায়  এ আহ্বান জানান পুতিন ।

পুতিন জানান, বিশ্ব সঙ্কট মোকাবিলায় মস্কো-ওয়াশিংটন সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ। ইউক্রেন ইস্যু নিয়ে যখন দুই দেশের মধ্যকার সম্পর্কে শীতলতা বিরাজ করছে রাশিয়ান প্রেসিডেন্ট তখন এ ধরনের আহ্বান জানালেন।

পুতিন বলেন, দুই দেশ যদি তাদের মর্যাদা ও শ্রদ্ধাবোধে সমতা প্রদর্শন করতে পারে তাহলে বিশ্বের জটিল ইস্যুগুলোর সমাধান বের করা এবং বিশ্বের হুমকি ও চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব হবে।

অন্যদিকে রাশিয়া সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, পুতিন তার শুভেচ্ছা বার্তায় বলেছেন, দুই দেশের মধ্যে বিভক্তি সত্ত্বেও আন্তর্জাতিক স্থিতিশীলতা ও নিরাপত্তার ক্ষেত্রে রাশিয়া-আমেরিকার সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ।

বার্তা সংস্থা রয়টার্সের খবর থেকে জানা যায়,পুতিন গত বছর আমেরিকার স্বাধীনতা দিবসেও  প্রায় একই ধরনের আহ্বান জানিয়েছিলেন।

প্রতিক্ষণ/এডি/জুয়েল

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G