আল-কায়েদার নুসরা ফ্রন্টের প্রধান নিহত
আন্তর্জাতিক ডেস্ক, প্রতিক্ষণ ডটকম:
সিরিয়ায় গত বৃহস্পতিবার সরকারি বাহিনীর চালানো বিমান হামলায় আল-কায়েদার শাখা নুসরা ফ্রন্টের প্রধান আবু হাম্মাম আল-শামি নিহত হয়েছেন।
দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ও সংগঠনটির পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে।
বার্তা সংস্থা সানা জানিয়েছে, ইদলিব প্রদেশে সেনাবাহিনীর বিশেষ অভিযানে আল-ফারুক আল-সুরি নামে পরিচিত আল-শামি নিহত হয়েছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে নুসরা ফ্রন্টের পক্ষ থেকে জানানো হয়েছে, ওই হামলায় আল-শামি ছাড়াও সংগঠনটির আরও তিন নেতা আবু মুসাব ফালাসতিনি, আবু ওমর কুর্দি ও আবু বারা আনসারি নিহত হয়েছেন।
আল-কায়েদার জ্যেষ্ঠ নেতা আল-শামি নুসরা ফ্রন্টের প্রধান সেনা কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয়েছে, নুসরা ফ্রন্টের প্রধানের মৃত্যুর বিষয়টি তারা নিশ্চিত নন। একই সঙ্গে সম্প্রতি তারা ওই এলাকায় বিমান হামলা চালায়নি বলেও জানিয়েছেন।
এর আগে গত সপ্তাহে নুসরা ফ্রন্ট জানিয়েছিল, তাদের সদস্যদের লক্ষ্য করে মার্কিন ড্রোন হামলা চালানো হয়েছে। বৃহস্পতিবারের হামলা সম্পর্কে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, আল-শামি এ সময় নুসরার অন্যান্য কমান্ডারদের সঙ্গে বৈঠক করছিলেন। সুত্র: বিবিসি ও আলজাজিরার।
প্রতিক্ষণ /এডি/জেসমিন