আল-কায়েদা নেতা নিহত

প্রকাশঃ জুলাই ২২, ২০১৫ সময়ঃ ১১:৩০ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:৩৬ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক

নিহতসন্ত্রাসী গোষ্ঠী খোরাসানের প্রধান নেতা মুহসিন আল-ফাধলি নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের বিমান হামলায় এই সন্ত্রাসী নেতা নিহত হয়েছেন। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার পেন্টাগন বিষয়টি নিশ্চিত করেছে।

গত ৮ জুলাই আল-ফাধলিকে সিরিয়া সারমাদা অঞ্চলের পাশে গাড়ি নিয়ে যাওয়ার সময় যুক্তরাষ্ট্র হামলা চালায়। যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর ক্যাপ্টেন একটি বিবৃতিতে বলেন, আল-ফাধলি তাঁদের মধ্যে একজন যারা নিউইয়র্কে টুইন টাওয়ারে হামলার বিষয়ে আগে থেকে জানতেন।

গত বছর সেপ্টেম্বরে আল-ফাধলি যুক্তরাষ্ট্রেও হামলা চালায় বলে অভিযোগ রয়েছে। এর আগে খোরাসান গোষ্ঠী সম্পর্কে কিছুই জানত না কেউ।

গোষ্ঠীটি আফগানিস্তান ও পাকিস্তানের আল-কায়েদার প্রবীণ নেতাদের সমন্বয়ে গঠিত। জিহাদিদের রিক্রুট করতে আল-কায়েদা নেতা আইমান আল-জাওয়াহিরি তাঁদের সিরিয়া পাঠিয়েছেন।

আল-কায়েদাকে ধরিয়ে দিলে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ৭০ লাখ মার্কিন ডলার অর্থ পুরস্কার দেওয়া হয়েছিল।

প্রতিক্ষণ/ডেস্ক/তাফসির

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G