আশার বাণী শোনালেন অধিনায়ক সাকিব

প্রথম প্রকাশঃ অক্টোবর ২৩, ২০২২ সময়ঃ ৬:৫৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:৫৬ অপরাহ্ণ

টি-টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশের কাছে কেবলই মরীচিকার নাম। টানা ম্যাচের পর ম্যাচ হেরে পিঠ দেয়ালে আটকে আছে সাকিবদের। হারের বৃত্ত থেকে বেরই হতে পারছে না টাইগার বাহিনী। বিশ্বকাপের মূল পর্বে একটি জয়ের প্রত্যাশা ১৫ বছর ধরে। এবার সরাসরি মৃল পর্বে খেলছে বাংলাদেশ। কাল সোমবার প্রথম ম্যাচে প্রতিপক্ষ নেদারল্যান্ড।

তবে এবার টি২০ বিশ্বকাপের ‍মুল আসরে নামার আগে আশার বাণী শোনালেন অধিনায়ক সাকিব আল হাসান। সংবাদ সম্মেলনে এসে অধিনায়ক সাকিব আল হাসান আশার বাণী শোনাতে গিয়ে অনেক কথা ই বললেন। গত কয়েক মাস ধরে দেশের ক্রিকেটে নতুন কিছুর কথা শোনা যাচ্ছে, তবে মাঠে দেখা যাচ্ছে না তার প্রতিফলন। সর্বশেষ ত্রিদেশীয় সিরিজেও সব ম্যাচ হেরেছে বাংলাদেশ।

আজ সাকিব অবশ্য জানিয়েছেন, এবার তাদের এমন কিছু করার সামর্থ্য আছে যেটা আগে কখনো করেননি তারা। এটা একটা মজার বিষয় যে একটা চ্যালেঞ্জ। আপনার কথামতো একটা চ্যালেঞ্জ আছে। যদিও আমি এ ধরনের কখনও কোনো চিন্তা করিনি যে আমার কোনো চ্যালেঞ্জ আছে এবং যে চ্যালেঞ্জটা আমার নিতে হবে কিংবা আমার কিছু প্রমাণ করতে হবে। এখানে আমরা একটা বিশ্বকাপ খেলতে এসেছি, বাংলাদেশের হয়ে। খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য।’

সাকিব বলেন, ‘এমন একটা ফরম্যাট যেখানে আমরা কখনোই ভালো করিনি। তবে আমি বিশ্বাস করি এই বিশ্বকাপে আমাদের এমন কিছু করার সামর্থ্য আছে যেটা আমরা এর আগে কোনো বিশ্বকাপে করিনি।’

কোন প্রতিপক্ষকে ছোট করে দেখতেও রাজি নেই আমি এমন মন্তব্য করে সাকিব বলেন, ‘সব ম্যাচই আমাদের জন্য সমান গুরুত্বপূর্ণ। সব ম্যাচ থেকেই ২ পয়েন্ট পাওয়ার আছে। আমরা প্রতি ম্যাচই জেতার জন্য খেলতে নামবো। এ বিশ্বকাপে কোনো দুর্বল ও সহজ দল নেই, যেমনটা আপনারা কোয়ালিফায়ারে (প্রথম রাউন্ড) দেখেছেন। যে দলকে আপনারা হয়তো ভেবেছেন জিতবে, তারা জিততে পারেনি।’

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G