আশুগঞ্জে অগ্নিকান্ডে বিদ্যুৎ কেন্দ্রের ৫ ইউনিট বন্ধ
নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম.
আশুগঞ্জ তাপবিদ্যুৎ কেন্দ্রের সাবস্টেশনের ট্রান্সফরমারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে কেন্দ্রের সবগুলো ইউনিটে উৎপাদন বন্ধ হয়ে যায়। শুক্রবার বিকেল তিনটার দিকে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে তাপ বিদ্যুৎ কেন্দ্রের ফায়ার সার্ভিসের একটি ও আশুগঞ্জ ফায়ার সার্ভিসের আরেকটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় ঘণ্টা খানেক চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে কেন্দ্রর ইউনিট-৫ ও বেসরকারি চারটিসহ পাঁচটি ইউনিট চালু হয়। এখনো বন্ধ রয়েছে পাঁচটি ইউনিট।
সূত্র জানায়, বিকেলে আশুগঞ্জ তাপবিদ্যুৎ কেন্দ্রের সাব স্টেশনের ট্রান্সফরমারে হঠাৎ করেই আগুন লাগে। এতে সঙ্গে সঙ্গে কেন্দ্রের ১০টি ইউনিটে উৎপাদন বন্ধ হয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তাপবিদ্যুৎ কেন্দ্রের নিজস্ব ইউনিট ছাড়াও আরো একটি ইউনিট আসে। প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে তারা আগুন নিয়ন্ত্রণে আনে। পরে পাঁচটি ইউনিট সচল করা হলেও এখনও বন্ধ রয়েছে পাঁচটি ইউনিট।
বিদ্যুৎ কেন্দ্রের নিজস্ব প্রকৌশলীরা বন্ধ হয়ে যাওয়া ইউনিটগুলো চালু করার চেষ্টা করছে। আশুগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ মো. শহিদুল ইসলাম বাংলামেইলকে জানান, বর্তমানে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে।
এ ব্যাপারে বিদ্যুৎ কেন্দ্রের পরিচালক (কারিগরী) সাজ্জাদুর রহমান জানান, আগুন নিয়ন্ত্রণে এসেছে। বন্ধ হওয়া ইউনিট সচল করার চেষ্টা চলছে। খুব দ্রুত ইউনিটগুলো চালু হবে।
প্রতিক্ষণ/এডি/রিফাত