তাপবিদ্যুৎ কেন্দ্রের ৩ ইউনিট বন্ধ

প্রকাশঃ মে ২০, ২০১৫ সময়ঃ ১০:৩২ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:৩০ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

asugongযান্ত্রিক ত্রুটির কারণে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ তাপবিদ্যুৎ কেন্দ্রের বৃহৎ একটি ইউনিটসহ তিনটি ইউনিট বন্ধ হয়ে গেছে।

বুধবার সকাল ৮টার দিকে এ তিনটি ইউনিটে বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায়। এতে করে জাতীয় গ্রিডে ২৬৪ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ হ্রাস পেয়েছে।

কারখানা প্রকৌশলী মো. ইয়াকুব বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকালে বিদ্যুৎ কেন্দ্রের সুইচ ইয়ার্ডের সাবস্টেশনে ১৩২ কেভি লাইনে ট্রিপ করে। এ সময় বিদ্যুৎকেন্দ্রের চালুকৃত ৬৪ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন ২নং ইউনিট, ১৫০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন ৩নং ইউনিট ও ৫০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন গ্যাস ইঞ্জিন একযোগে বন্ধ হয়ে যায়। সবকটি ইউনিট চালু করতে চেষ্টা চলছে বলেও জানান তিনি।

প্রতিক্ষণ/এডি/মিলন

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G