আষাঢ়ে বৃষ্টিস্নাত প্রকৃতি !
জহির উদ্দিন মিশু
বাংলার অপরূপ প্রকৃতির সাথে বাঙালির আজীবনের মিতালী, তাই ষড়ঋতুর আবর্তনে এদেশের বর্ণিল প্রকৃতি স্পন্দিত হয় প্রতিটি বাঙালীর হৃদয়ে। গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহের পর বৃষ্টির স্নিগ্ধতা নিয়ে বাংলার প্রকৃতিতে আসে বর্ষা।
তপ্ত গ্রীষ্মের পর বর্ষাকালে প্রকৃতি ফিরে পায় সজীবতা। বাংলা বছরের আষাঢ় ও শ্রাবণ মাস জুড়ে চলে প্রকৃতিকে সিক্ত ও প্রশান্ত করার প্রয়াস।
সবুজে সবুজে ভরে যায় চারপাশ। বিভিন্ন প্রজাতির পাখি, প্রজাপতি আর বণ্য প্রাণীরাও হয়ে উঠে প্রাণবন্ত। একই সাথে বৃষ্টিস্নাত শাপলা, পদ্ম, বকুল, জুঁই ও কেয়াফুলের আগমনে প্রকৃতি হয়ে উঠে রঙিন। এসময় আনারস, আমড়া, পেয়ারা ও ডেওয়া ফলের সুবাস ছড়িয়ে পড়ে চারদিকে। কখনো ইলশেগুঁড়ি ও কখনো রিমঝিম বৃষ্টিতে কানায় কানায় ভরে উঠে পুকুর ও নদীনালা। বিভিন্ন জলাশয়ে দেখা যায় মিঠা পানির মাছের সমাহার। প্রকৃতিতে নতুন প্রাণের সঞ্চার ঘটে এই ঋতুতেই।
যদিও আগের মতো মুষলধারার বৃষ্টিঝরা বর্ষা এখন আর নেই। প্রিয়জনকে ‘বাদল দিনের প্রথম কদম ফুল’ তুলে দেয়ায় প্রকৃতিও এখন নেই। জলবায়ু পরিবর্তনের প্রভাবে হয়তো বর্ষাকালে সেভাবে বৃষ্টিই হবে না। তবু আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে এই মৌসুমটি।